দাবার বিশ্বযুদ্ধে নামার আগে মনস্তাত্ত্বিক হিসাবে প্যাডি আপটনকে পেলেন ভারতের দুম্বারাজু গুকেশ ।। চলতি বছর দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবেন ভারতের দোম্বারাজু গুকেশ ।প্রতিপক্ষ চীনের ডিং লিরেন ।২৩ শে নভেম্বর থেকে সিঙ্গাপুরে শুরু সেই প্রতিযোগিতা। ১৮ বছর বয়সী চেন্নাইয়ের দাবাড়ু গুকেশ যদি লিরেন কে হারাতে পারেন তাহলে বিশ্ব দাবার ইতিহাসে লেখা হবে নতুন অধ্যায়। কারণ এত কম বয়সে এর রাগে কেউই বিশ্বসেরা হয়নি ।এলো রেটিং এর সঙ্গে বিশ্বক্রম তালিকাতেও লিরেনের থেকে এগিয়ে মুকেশ । দোম্বারাজু গুকেশের বিশ্ব ক্রমতালিকায় স্থান ৫ নম্বরে। এলোরেটিং ২৭৯৪ । অন্যদিকে লিরেন২১ নম্বরে। এলো রেটিং ২৭২৮। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দের নামে যে ওয়েস্টব্রিজ আনন্দ একাডেমি তারাই গুকেশকে গাইড করছে নানা বিষয়ে বিশেষজ্ঞ কে কোচিং টিমে রেখে । এরসেই টিমেই আছেন মনোবিদ আপটন। মাইন্ড গুরু হিসেবে দক্ষিণ আফ্রিকার দারুন সাফল্য রয়েছে ভারতীয় ক্রীড়া মহলে ২০১১ সালে তিনি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট টিমের মহেন্দ্র সিং ধোনিদের মনোবিদ হিসেবে কাজ করেছেন ৫৫ বছর বয়সী প্যাডি আপটন ।সম্প্রতি প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি টিমের মানসিক শক্তি বাড়ানোর দায়িত্ব পালন করেছিলেন । গুকেশ এর জন্য তার কি বার্তা রয়েছে? জানা গিয়েছে চাপমুক্তির জন্য প্রকেশের ঘুম যাতে ঠিকঠাক হয় সেটা তিনি প্রাথমিকভাবে দেখছেন তারপরে তার কাজ হবে দাবা বলে বসে বুকে যাতে। ঠিক সময়ে মাথা ঠান্ডা রেখেই সঠিক চাল দিতে পারেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post