আইপিএলের মহা নিলামের আগেই বড়সড় রদবদল হচ্ছে দিল্লি ক্যাপিটালসে। ডিরেক্টর অফ ক্রিকেট এবং হেড কোচের পদে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের বেনুগোপাল রাও এবং হেমন্ত বাদানি। গত মরসুমে একবারই ভালো কাটেনি ঋষভ পন্থদের। তার মধ্যে ম্যানেজমেন্ট বদলে যাওয়ায় রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে পারেন একাধিক তারকাও। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল থাকতে পারে দিল্লির সম্ভাব্য রিটেনশন তালিকায় ।দুজনেই আইপিএলের পারেন১৪ কোটি টাকা। অন্যদিকে অক্ষরকে দিল্লি রাখতে পারে ১৮ কোটি টাকায়।নজর থাকবেদুই বিদেশী তরুণ তুর্কির দিকেও।ত্রিস্তান স্টাবস ও জ্যাক ফ্রেজার ম্যাকগুক গত মরসুমে দুরন্ত পারফর্ম করেছিলেন। তাদের কি দলে রাখবে দিল্লি সেটার উত্তর ৩১ অক্টোবরই অর্থাৎ আজ পাওয়া যাবে।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post