আইপিএল নিলাম এর দিনক্ষণ এখনো ঠিক হয়নি ।তবে শোনা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে নাকি রিয়াদে তা অনুষ্ঠিত হতে পারে। তবে নিলামের আগেই বিরাট খবর চলে এল। চর্চায় লাখনৌ সুপার জয়েন্টস। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে দশম আইপিএল ফ্রাঞ্চাইজি তাদের বিদ্যমান স্কোয়াড থেকে মোট ৬ খেলোয়ারকে ধরে রাখতে পারে। ফ্রাঞ্চাইজিগুলি ‘রিটেনশন’ বা ‘রাইট টু ম্যাচ’ ওরফে আর টি এম ব্যবহার করে তা করতে পারবে । ডিটেনশন এবং আর টি এম এর জন্য ফ্রাঞ্চাইজিগুলির ক সংমিশ্রণে বেছে নেওয়ার সুযোগ থাকছে। ৬ জন খেলোয়ারের মধ্যে সর্বাধিক পাঁচজন ক্যাপড খেলোয়াড় ভারতীয় অথবা বিদেশি এবং সর্বাধিক দুজন আনক্যাপড জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া খেলোয়াড় থাকতে পারবে ।আগামী ৩১ অক্টোবরের ভেতর ১০ দলকে খেলোয়াড় ধরা ছাড়ার তালিকা দিয়ে দিতে হবে। ডেডলাইনের দুদিন আগেই বিরাট ব্রেকিং চলে এল সঞ্জীব গোয়েঙ্কার আইপিএল ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস থেকে। জানা যাচ্ছে লিগের প্রথম রিটেনশন এলএসজির সৌজন্যেই হয়ে গেল। সূত্রের খবর ১৮ কোটি টাকা দিয়ে ধরে রাখল তাদের সহঅধিনায়ক নিকলাস পুরান কে। চলতি বছর আইপিএলে তিনি৪৯৯ রান করেছেন ৬২.৩৮গড়ে। তবে নিকোলাস পুরান ছাড়াও আরো চার ক্রিকেটার রয়েছেন রবি বিষ্নোই, মায়াঙ্ক যাদব আয়ুশ বাদানী এবং মহসিন খানকে এলএসজি ধরে রাখতে পারে ।গোয়েঙ্কার টিম ৬৯ কোটি টাকার পার্স নিয়ে নিলামে নামবে। কমপক্ষে ১৫ টি স্লট তাদের ভরতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post