গত আইপিএলে একের পর এক নজির গড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ একাধিক ম্যাচে প্রায় তিনশোর কাছাকাছি রান তুলে ফেলেছিল অরেঞ্জ আর্মির ব্যাটাররা। মূলত ব্যাটারদের দাপটেই মেগা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায় হায়দ্রাবাদ। তবে শেষ পর্যন্ত কেকেআরের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের ।সেই হায়দ্রাবাদ কোন ক্রিকেটারদের ধরে রাখতে চলেছে তা নিয়ে ব্যাপক ইতিমধ্যেই ব্যাপক জল্পনা চলছে। সানরাইজার্সের রিটেনশন তালিকায় সবার প্রথমেই থাকতে পারে হেন্দরিক ক্লাসেন এর নাম গত মরসুমে প্রায় ২০০ কাছাকাছি স্ট্রাইক রেটে ৫৭৬ রান করেছিল প্রোটিয়া তারকা ।রিটেনশনের জন্য বরাদ্দ ১৮ কোটি টাকার চেয়েও অনেক বেশি অর্থে তাকে ধরে রাখতে চাইছে কাব্য মারানরা ।অন্তত ২৩ কোটি টাকা দিয়ে রিটেন করা হতে পারে কে অর্থাৎ অন্য দলগুলোর থেকে কম পার্স নিয়ে নিলামে বসতে হবে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট কে। গত মরসুমের অধিনায়ক প্যাট কামিন্সও না থাকবেন হায়দ্রাবাদের রিটেনশন তালিকায় ।১৮ কোটি টাকায় তাকে ধরে রাখতে হবে বলে সূত্রের খবর ।এছাড়াও রিটেনশন তালিকায় থাকবেন তরুন ওপেনার অভিষেক শর্মা। গত মরশুমে ওপেন করতে নেমে তার ঝড়ো ব্যাটিং নজর করেছিল ক্রিকেট মহলের। অভিষেকের ওপেনিং জুটি ট্রাভিস হেডকেও সম্ভবত রিটেন করতে চলেছে হায়দ্রাবাদ ।গত আইপিএল এ ভালো খেলার পর ভারতীয় দলে জার্সিতে অভিষেক হয়েছিল নীতিশ রেড্ডির ।এই অলরাউন্ডারকে ধরে রাখার পথে হায়দ্রাবাদ। তবে মেগা অকশন থেকে দল গড়তে ভালো রকম সমস্যায় পড়বে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট। রিটেনশনের অংক নিয়ে যে সমস্ত জল্পনা ভাসছে তা সত্যি হলে অন্যদের তুলনায় অনেক কম পার্স থাকবে কাব্য মারানদের হাতে। সেই সঙ্গে পাঁচটি রিটেনশন করার পরে একটি মাত্র আর টি এম ব্যবহার করতে পারবে তারা। কামিংসকে রিটেন করলেও ভাল বোলার কিনতে হবে হায়দ্রাবাদকে। সেই দর কষাকষিতে অনেক জার্নি পিছিয়ে পড়বে না তো? উৎকণ্ঠা থাকবে ভক্তদের মনে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post