তিনি মহেন্দ্র সিং ধোনি, ক্রিকেট ইতিহাসে প্রায় সমস্ত ট্রফিই তার ঝুলিতে। কিন্তু তিনি যখন বিবাহিত, তখন আর পাঁচজন পতির মতই বাড়ীতে তারও একই অবস্থা। সব ব্যাপারেই তিনি তার পত্নির থেকে একটু কমই জানেন, তা সে তার, রাজ করে আসা, প্রিয় ক্রিকেট খেলাই হোক না কেন। অর্থাৎ ধোনিও বাড়ীতে ক্রিকেট খেলা, তার স্ত্রী সাক্ষীর থেকে কম বোঝেন, এমনই এক ঘটনার কথা জানিয়েছেন, স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। এক অনুষ্ঠানে ধোনি জানান, হতে পারি আমি মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাতে কী, নিজের স্ত্রী-র থেকে কোন বিষয়ই বেশি জানতেই পারি না। এমনকী ক্রিকেট নিয়েও ধোনির থেকে বেশি জানেন সাক্ষী। অন্তত সে কথা উঠে এসেছে ধোনির গলায়। এবার আসি সেই ঘটনায়। ধোনি ও সাক্ষী তাদের বাড়ীতে টেলিভিশনে ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ দেখছিলেন। এক ব্যাটার ক্রিকেটের নিয়ম অনুযায়ী ওয়াইড বলে স্টাম্পড আউট হন। যা দেখে সাক্ষী বলেন, ‘এটা আউট নয়, ওয়াইড বলে স্টাম্পড আউট হয় না!’ যা শুনে ধোনি বলেন, ‘ওয়াইড বলে স্টাম্পিং হয়, নো বলে হয় না।’ সাক্ষী তখন ধোনিকে কার্যত ধমকে বলেন, ‘তুমি কিছু জানো না। এটা কখনওই আউট নয়।’ বিষয়টা এখানেই শেষ হয়নি। সেই ব্যাটার যখন প্যাভেলিয়নে পৌঁছে গিয়েছেন আর ক্রিজে এসেছেন নতুন ব্যাটার, তখনও সাক্ষী বলেছেন, ‘নিশ্চয়ই এর মধ্যে কোনও ব্যাপার আছে।’ সম্প্রতি এক অনুষ্ঠানে পুরো ঘটনার কথা বলেছেন ধোনিই। ধোনির অনেক ভক্তের মতে সাক্ষী পাশে থাকলে কতটা বলতে পারতেন সন্দেহ!তবে ধোনির ভক্তদের জন্য তো বটেই, ক্রিকেটের জন্যও সুখবর, যে তিনি, ২০২৫ এও চেন্নাই-এর হয়েই খেলবেন। এবং ক্রিকেটপ্রেমীরা আবার ধোনি জাদু দেখার অপেক্ষায়। ধোনি নিজে বলেছেন তিনি ক্রিকেটের শেষ কয়েকটা বছর খেলাটাকে উপভোগ করতে চান, যেমন ছেলেবেলায় উপভোগ করতেন। অর্থাৎ আর পাঁচ জনের মতই তিনিও, বিকেল চারটের সময় খেলতে যেতেন, এবং চুটিয়ে ক্রিকেট উপভোগ করতেন, যেটা পেশাদার ক্রিকেটে সম্ভব নয়। কারণ একটা চাপ থাকবেই পেশাদার ক্রিকেটে। এবার তিনি চাপ ছেড়ে যতদিন খেলতে পারবেন ততদিন খেলতে চাইছেন। সেক্ষেত্রে যে আরও কয়েকটা বছর তিনি খেলবেন সেটা আশা করাই যায়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post