আই এস এলের খারাপ ফর্ম কাটিয়ে এশিয়া মঞ্চের ছন্দে ফিরল ইস্টবেঙ্গল দল। বসুন্ধরা এফসি কে বড় ব্যবধানে হারানোর পর এবার লেবাননের ক্লাব নেজমেহ এফ সি কে পরাজিত করল লাল হলুদ ব্রিগেড।এ এফ সি চ্যালেঞ্জ লিগের গ্রুপের শেষ ম্যাচে নেজমেহ এফসিকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। চাংলিমিথাং স্টেডিয়ামে দেওয়ালিতে উজ্জ্বল লাল হলুদের মশাল। ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল হলুদ। ফরাসি তারকা মাধি দালালের কর্নার থেকে আসা বল নেজমেহর ফুটবলার মুসা জালে জড়িয়ে দেন। শুরুতেই গোল পেয়ে আক্রমণের ধার আরো বাড়ায় লাল হলুদ। ম্যাচের ১৫ মিনিটে তালালের পাশ থেকে দুরন্ত ফিনিশ করেন দিমিত্রিয়াস। কিন্তু দু গোলে এগিয়ে থাকার পরই শুরু হয় ছন্দপতন। লালুদের রক্ষণ কে কার্যত বোকা বানিয়ে গোল করে গেলেন ওপারে। গোল খেয়ে খেলা থেকে হারিয়ে যায় লাল হলুদ। বিরতি লাগে খেলার ফলাফল হল ২ -২ ।মোনজের গোলে ম্যাচে সমতা ফেরালো লেবানন ক্লাব। ৭১ মিনিটে ঠান্ডা এবং উচ্চতার কারণে মাঠে একই সঙ্গে তিন ফুটবলার অসুস্থ হয়ে পড়েন। এরপর এই খেলায় ফেরে লাল হলুদ ।পেনাল্টি থেকে ম্যাচের জয়সূচক গোল করলেন দিমিত্রিয়াস। এর ফলে কোয়ার্টার ফাইনালে স্হান করে নিল লাল হলুদ। ম্যাচ শেষে জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন লাল ফুটবলাররা
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post