আইপিএলের রিটেনশনের তালিকায় রয়েছে অনেক চমক। দিল্লি ক্যাপিটালস অভিষেক পোড়েল কে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিটেনশন এর তালিকা একমাত্র বাঙ্গালী ক্রিকেটার অভিষেক। দিল্লি ক্যাপিটালস তাকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে ৪ কোটি টাকার বিনিময়ে রিটেন করেছে। গত মরসুমে এই ফ্রাঞ্চাইজির হয়ে কিছু অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। রঞ্জি এবং দলীপ ট্রফিতেও তাঁর পরিসংখ্যান যথেষ্ট চোখে পড়ার মত। বর্তমানে তিনি ভারত এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন । বাংলা থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেক রিটেন হয়েছেন ।এ বিষয়ে তিনি বলেন,’ আমি খুবই খুশি। নিজেও চাইছিলাম দিল্লি ক্যাপিটালসে থাকতে। গত মরসুমে সৌরভ গাঙ্গুলী স্যারের থেকে প্রচুর সাহায্য পেয়েছিলাম ।ম্যানেজমেন্টও আমার পাশে ছিল ।তাদের বিশ্বাসের জায়গাটা মাঠে প্রমাণ করেছি। ফলে এ বছরও সুযোগটা ছাড়তে চাইনি ।আশা করি প্রমাণ করতে পারব কেন আমাকে রিটেন করল তারা। আইপিএল ২০২৫ এ দিল্লি ক্যাপিটেলস এ থাকবেন না, সৌরভ গাঙ্গুলী ।সম্পূর্ণ নতুন ম্যানেজমেন্ট ।সৌরভের না থাকা কি কোন প্রভাব ফেলবে দলে? অভিষেক বলেন, ‘সৌরভ স্যারের অনেক সাহায্য পেয়েছি ।দলে না থাকলেও তাঁর পরামর্শ নিয়ে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করি। যখন দরকার হয় তার সাহায্য পাই। নিজের আগামী দিনের লক্ষ্য সম্পর্কে পোড়েল বলেন, ‘পারফর্ম করে যেতে চাই বাকিটা আমার হাতে নেই। আমার কাজ যেটা, সেটা করে যাব। অস্ট্রেলিয়া সফরের পর পরপর টানা ম্যাচ রয়েছে ।েআইপিএল অনেক দূরে সেটা নিয়ে এখনো কিছু ভাবি নি।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post