পুজো মিটতেই ডেঙ্গির দাপট মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ৩০ অক্টোবর পর্যন্ত এখনও রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩ জন। ২৩ জেলার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করেছে। যদিও গতবারের মতো এবার ভয়াবহ আকার ধারণ করেনি ডেঙ্গি। তবে এবার বর্ষা দেরিতে এসেছে, বিদায়ও নিয়েছে দেরিতে এই অবস্থায় আরও কয়েক সপ্তাহ ডেঙ্গি বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবার ডেঙ্গিতে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি থেকে। কলকাতা এবং পার্শ্ববর্তী পাঁচ জেলা প্রতি বছর ডেঙ্গি আক্রান্তের নিরিখে প্রথম পাঁচের মধ্যে থাকে। তবে এবার সেই জেলাগুলিকে ছাপিয়ে গিয়েছে মুর্শিদাবাদ। আক্রান্তর সংখ্যা ৪ হাজার ৩২১ জন। ২ নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। ডেঙ্গি আক্রান্তর বিচারে ৩ নম্বরে রয়েছে মালদা, আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯০৪ জন। তালিকার ৭ নম্বরে কলকাতা, এখানে আক্রান্ত ৮৩১ জন। গতবারের তুলনায় আক্রান্তর সংখ্যা কম হলেও, চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার পরিসংখ্যান।
রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যা...
Read more
Discussion about this post