ফের উড়ানে বোমা রাখার হুমকি। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে হুমকির পর নাগপুর-কলকাতাগামী উড়ানে বোমা রাখার হুমকি এল। নিরাপত্তার কারণে বিমানটিকে রায়পুরে জরুরি অবতরণ করা হয়। এদিনই সকালে কলকাতামুখী ইন্ডিগোর বিমানটি ১৮৭ যাত্রী ও ৬ জন বিমান কর্মী নিয়ে নাগপুর থেকে আসছিল। হুমকির খবর পেয়েই বিমানটি জরুরি ভিত্তিতে রায়পুর বিমানবন্দরে নামানো হয়। বুধবার সন্ধ্যায় মম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে সিআইএসএফের কন্ট্রোল রুমে। এই ফোন পাওয়ামাত্র বিমানবন্দরের নিকটবর্তী থানায় খবর দেন সিআইএসএফন আধিকারিকরা। দ্রুত বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়। যাত্রী নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়। যদিও বোমা মেলেনি বলেই খবর। এরপর বিমানটিকে ১৪৩ জন যাত্রী-সহ হায়দরাবাদে পাঠিয়ে দেওয়া হয়৷ প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা রাখা রয়েছে বলে হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও একাধিকবার বোমাতঙ্ক খবর আসে। যদিও পরে দেখা যায়, সব বিমানে বোমা রাখার তথ্য ভুয়ো। কারণ প্রতিবারই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি ৷ এদিকে একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারের৷ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমানমন্ত্রক৷ এই ধরনের ভুয়ো হুমকির মোকাবিলায় কঠিনতম শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানানো হয় মন্ত্রকের তরফে। বেশির ভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যমকে হাতিয়ার করে বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে। সেই দিকে নজর রেখে এক্স হ্যান্ডেল, মেটার মতো সমাজমাধ্যমকে আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় দেশের সব বিমানবন্দরে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post