আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন এবং তার আগের মেয়াদ শেষ হওয়ার মাত্র চার বছর পর ফের হোয়াইট হাউসের দখল পেলেন ট্রাম্প। ১৮৯২ সালে গ্রোভার ক্লিভল্যান্ডের পর ট্রাম্পই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন। আর এই রাজনৈতিক লড়াই যেমন ছিল একজন মহিলার সঙ্গে তেমনই ট্রাম্পের আইনি লড়াইও রয়েছে একজন মহিলারই সঙ্গে। জানা যায় এক সময় ট্রাম্পের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলো সেই মহিয়সী নারী। আসুন জেনে নিই কী সেই মহিলার পরিচয়?
আমেরিকার ইতিহাসে প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, যার ফৌজদারি অপরাধের কারণে বিচার চলছে তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ যে অর্থ বিনিময়ের বিষয় নিয়ে মিথ্যা বলেছেন ট্রাম্প ।
জানা যায় সেই মহিলার নাম ড্যানিয়েলস। আর তার দাবি, তার ও ট্রাম্পের মাঝে যৌন সম্পর্ক হয়েছিল। তিনি আরও বলেন, এ বিষয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের আইনজীবীর মাধ্যমে ১লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল তাকে এবং তিনি সেটা গ্রহণও করেছিলেন।
পরবর্তীতে ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনকে পরে একাধিক অভিযোগে জেলে পাঠানো হয়।
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার ৪৫ বছর বয়সী ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। । তিনি পেশায় একজন পর্ন তারকা ও পরিচালক। তিনি তার কাজের জন্য বিভিন্ন পুরস্কারও জিতেছেন। এছাড়াও, হলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি । তার মধ্যে উল্লেখযোগ্য হল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি সিনেমা ‘দ্য ফর্টি-ইয়ার ওল্ড ভার্জিন এ্যান্ড নকড আপ’।
একসময় তিনি রাজনীতিতেও জড়িয়ে পড়েছিলেন এবং তিনি নিজেকে রিপাবলিকান হিসেবে দাবি করেছিলেন। আমরা সকলেই জানি ডোনাল্ড ট্রাম্প নিজেও একজন রিপাবলিকান। তিনি ২০১৬ সালে এই দল থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হন। ড্যানিয়েলস বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তিনি দাবি করেন যে তারা ক্যালিফোর্নিয়া ও নেভাডার রিসোর্ট এলাকার লেক টাহোতে অবস্থিত ট্রাম্পের হোটেলের একটি কক্ষে একবার যৌন সম্পর্কে জড়ান তারা। আর সেই ঘটনা ঢাকা দিতেই ঘুষ দেওয়া হয় ওই পর্ন তারকাকে। আর সেই অভিযোগ নিয়ে এখনও তোলপাড় হচ্ছে আমেরিকা।
Discussion about this post