আইপিএলে কেকেআরের রিটেনশন তালিকায় সকলের উপরে রয়েছে তাঁর নাম ।সর্বোচ্চ ১৩ কোটি টাকায় তাকে রিটেন করেছে নাইটরা। কোটিপতি হওয়ার পরেই বিলাসবহুল বাংলো কিনে ফেলেন রিঙ্কু সিং। জানা গিয়েছে আলিগড়ের নতুন বাংলো কিনেছেন পরপর ৫ বলে ছক্কা হাঁকানো তারকা। জানা গেছে, আলিগড়ের অভিজাত ওজন সিটি এরিয়ায় রয়েছে রিংকুর এই বিলাসবহুল বাংলো। এখানকার গোল্ডেন এ স্টেটের ৩৮ নম্বর বাংলোটি কিনে ফেলেছেন জাতীয় দলের তারকা ব্যাটার ।টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন রিঙ্কু। তার আগেই আলিগড়ে বাংলোটি কেনেন ।বাড়ির চাবি হাতে সপরিবারে রিংকুর ছবি ও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দীপাবলির শুভদিনেই নতুন বাড়িতে পা রেখেছেন রিংকুর গোটা পরিবার ।ফিতে কেটে ধুমধাম করে বাংলোয় প্রবেশ করেন সকলে ।নতুন বাড়িতে প্রথা মাফিক গৃহপ্রবেশের পূজা ও সারেন ।সূত্রের খবর রিংকুর বেডরুমে তাঁর একটা ছবি রয়েছে। কেকেআর এর জার্সি পরা ছবিটিই নিজের শোবার ঘরে বাঁধিয়ে রেখেছেন রিঙ্কু। নতুন বাংলোর দাম নিয়ে জল্পনা রয়েছে। কারো মত সাড়ে তিন কোটি টাকা আবার কেউ বলেছেন এই বাংলাটির দাম ৭ কোটিরও বেশি। তবে কে কে আর এ ১৩ কোটিতে রিটেন হওয়ার পরেই রিংকু নতুন বাংলো কিনার খবরই খুশি তাঁর ভক্তরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post