অবশেষে জল্পনার অবসান। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকার সঙ্গে পুতিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই অবস্থায় নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পুতিন শুভেচ্ছা জানাবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল। নির্বাচনে জেতার পরে পুতিনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্পও।বৃহস্পতিবার সোচি শহরে আয়োজিত ভালদাই ফোরামে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, “বিপুল ভোটে জয়ের জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে চাই।” সেই সঙ্গে, ট্রাম্পের সঙ্গে আলোচনারও ইচ্ছেপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কী হবে, সে বিষয়ে কোনও মত দিতে এখনই রাজি নন পুতিন ৷ তিনি বলেন, “প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের এটাই শেষবার ৷ সুতরাং, তিনি কীভাবে দায়িত্ব সামলাবেন, এটা তাঁর ব্যক্তিগত বিষয়৷ আগামী দিনে দু’দেশের সম্পর্ক কী হবে, সেই বিষয়েও আমার কোনও ধারণা নেই ৷ তবে তিনি ইউক্রেন সমস্যা নিয়ে আলোচনা করবেন বলেছিলেন৷ আশা করি, খুব শীঘ্রই আমাদের মধ্যে সেই আলোচনা হবে৷” উল্লেখ্য, ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করতে সেভাবে দেখা যায়নি ট্রাম্পকে। দুবছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও আকারে-ইঙ্গিতে ক্রেমলিনের হয়েই সওয়াল করতে দেখা গিয়েছে রিপাবলিকান নেতাকে।
Discussion about this post