আইপিএল ২০২৫ এর মেগা নিলামের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নতুন অধিনায়ক খুঁজে নেওয়া। গতবারের অধিনায়ক কে ছেড়ে দিয়েছে নাইটরা। কে কে আর চিনি টেনশনের তালিকা প্রকাশ করেছে তাতে নাম রয়েছে রিঙ্কু সিং, সুনীল নারিন ,আন্দ্রে রাসেল ,বরুণ চক্রবর্তী হর্ষিত রানা ও রমনদীপ সিং । ইতিমধ্যেই নতুন অধিনায়কের খোঁজে হোম ওয়ার্ক শুরু করে দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। কেকেআর যে সকল প্লেয়ারদের শর্টলিস্ট করেছে আগামীর অধিনায়ক হিসেবে সেই তালিকার নাম রয়েছে এক বিশ্বজয়ী অধিনায়কের। আইপিএলের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটারও তিনি। কে এল রাহুল ও ঋষভ পন্থদের তাদের দল রিলিজ করেছে । ফলে এই দুই তারকাকে নেওয়ার অপশন থাকলেও ফের বিদেশী অধিনায়কের পথে হাঁটতে পারে। আর সেই তারকা হলেন যশ বাটলার। রাজস্থান রয়্যাল এবার জস বাটলার কে রিটেন করেনি। ফলে নিলামের টেবিলে বাটলারের জন্য ঝাঁপাবে একাধিক দল। রাজস্থান ধরে রাখার চেষ্টা করবে ঠিকই, তবে কেকেআর বাটলারের জন্য ঝাঁপাতে পারে। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন তিনি, জিতেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদি বাটলারকে দলে সামিল করতে সক্ষম হন শাহরুখ খানরা তাহলে তিনি হয়তো হতে চলেছেন কেকেআরের দ্বিতীয় ইংলিশ অধিনায়ক। এর আগে কেকেআর এর অধিনায়কত্ব করেছেন ইয়ন মর্গ্যান। আইপিএলে ১০৭ ম্যাচ খেলে ৩৫৮২ রান করেছেন তিনি ৭টি শতরান সহ। ২০২২ এ কমলা টুপিও জিতে ছিলেন। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিত ডানহাতি উইকেটকিপার ব্যাটার পরিসংখ্যানের দিকে তাকিয়ে তাকে নেওয়ার জন্য আসরের নামতে পারেন কেকেআর।
বৃহস্পতিবার রঞ্জি ট্রফি ম্যাচে চার উইকেট দখল করে ইনজুরি থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সফরে বিপর্যস্ত ভারতীয় দল মহম্মদ শামিকে দেখা...
Read more
Discussion about this post