: সঞ্জু স্যামসাং নিঃসন্দেহে প্রতিভাবান ক্রিকেটার ।এই নিয়ে কারো মনে কোন প্রশ্ন উঠতে পারে না ।তবে বারবার প্রশ্ন উঠবে কেরল নায়কের ধারাবাহিকতানিয়ে !আবার সেই প্রশ্ন উঠল….. এদিকে আবার সঞ্জু দলে সুযোগ না পেলে কংগ্রেস সাংসদ শশী থারুর নেট পাড়া গরম করেন। চলতি ভারত দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই দেখেছে সঞ্জু ঝড়। পঞ্চাশ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস সিংহের দেশের সিরিজের শুভ আরম্ভ করেছিলেন সঞ্জু। সঞ্জু প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন ।টি-টোয়েন্টি ম্যাচে প্রথম এশিয়ান এবং সামগ্রিকভাবে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরপর শতরান করেছিলেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও পরবর্তী দুটি টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রান করেন সঞ্জু। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ঐতিহাসিক লজ্জা। চলতি বছরে এই নিয়ে ভারতের এই উইকেট কিপার ব্যাটার এক দুবার নয় পাঁচ বার শূন্য রানে ফিরলেন। জিম্বাবুয়ের রেগিস চাকাভা ২০২২ সালে এক বছরে পাঁচবার শূন্য রানে ফিরেছিলেন। সঞ্জু কে নিয়ে চর্চার মাঝেই ফাইনাল হলো সঞ্জুর বাবা বিশ্বনাথ শর্মা বিস্ফোরক ভিডিও এমনই ভিডিও ডেট করাই ঘুরছে এক মিডিয়াকে সঞ্জুরবাবা সাক্ষাৎকার দিয়েছিলেন। তাকে বলতে শোনা গিয়েছে, ‘এই তিনজন আমার ছেলের ক্যারিয়ার ১০ বছর নষ্ট করে দিয়েছে। অধিনায়ক ধোনিজি, বিরাট জি ,রোহিতজি যেমন রয়েছেন তেমন রয়েছেন কোচ দ্রাবিড়জি। ওরা যতই আঘাত করুক না কেন ও আরো শক্তিশালী হয়ে ফিরবে’। দেখা যাক এবার সঞ্জু কি করেন!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post