আইপিএল নিলাম এর আগে রিটেনশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কেকেআর তাদের অধিনায়ক রিলিজ করে দিয়েছে। তারপর থেকেই কলকাতা নাইট রাইডার্স ভক্তদের মনে একটা প্রশ্ন সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে আগামীকাল মরসুমে কে হবে ফ্রাঞ্চাইজির অধিনায়ক ।ইতিমধ্যে নতুন অধিনায়কের খোঁজে হোম ওয়ার্ক শুরু করে দিয়েছে কেকেআর ।আর কে কে আর সূত্রের খবর অধিনায়ক নির্বাচনে বড় চমক দেবে তারা। কেকেআরের পরিকল্পনা রয়েছে এমন এক নাম যিনি এখন পর্যন্ত আইপিএলে মাত্র ৪৫ টি ম্যাচ খেলেছেন । মোট রান মাত্র ৮৯৩ এবং অর্ধশতরান ৪টি। সেই তরুণ প্লেয়ারের ওপর ভরসা দেখাতে পারেন কেকেআর আর সেই প্লেয়ার অন্যতম কেউ নয় নাইটদের নতুন তারকা রিঙ্কু সিং। কেকেআরের হয়ে বিগত কয়েক বছরের দায়িত্ব নিয়ে ব্যাট করছেন রিঙ্কু ।খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস।রিঙ্কু ফিল্ডিং করেন দুরন্ত… প্রয়োজনে করতে পারেন বোলিং। এছাড়া রিঙ্কু সিং এর মধ্যে চাপের মধ্যে এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে যা একজন আদর্শ নেতার অন্যতম প্রধান গুণ। ফলে রিংকুকে কে কে আর অধিনায়ক করে চমক দিতে পারে।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post