: আগামী ২৪ এবং ২৫ শে নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মেগা নিলাম। তবে নিলাম এর আগেই বড় ঘোষণা করে দিল গুজরাট টাইটান্স। ২০২২ সালে আই পি এল জয়ী টিমের সহকারী ও ব্যাটিং কোচ হিসাবে বেছে নিল পার্থিব প্যাটেলকে। জোড়া দায়িত্ব পেলেন দেশের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার। পাশাপাশি তাদের ব্যাটিং এর খুঁটিনাটিও দেখিয়ে দেবেন ১৭ বছরের অভিজ্ঞ ক্রিকেটার। ৺যার ঝুলিতে ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে রয়েছে বাইশ হাজারের উপর রান। এক বিবৃতিতে আমেদাবাদের ফ্রাঞ্চাইজি লিখেছে,” ১৭ বছরের অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার পার্থিব, সে তাঁর অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞানের সম্পদ আমাদের দলে নিয়ে আসবে ।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য টাইটান্সরা প্রস্তুতি নিচ্ছে, পার্থিবের ব্যাটিং কৌশল অন্তর্দৃষ্টি খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পার্থিব এর তীক্ষ্ণ ক্রিকেটি ক্রিকেটিং বুদ্ধিমত্তা রয়েছে ।তরুণ প্রতিভাদের তাঁর পরামর্শ দেওয়ার ক্ষমতা পরিচিত। কোচিং স্টাফকে শক্তিশালী করা এবং খেলোয়াড়দের বিকাশ ও পারফরমেন্সে অবদানও রাখবেন পার্থিব।” পার্থিব অতীতে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউট হিসেবে কাজ করেছেন মুম্বাই ইমিডেটস এর ব্যাটিং কোচ হিসেবেও পাওয়া গিয়েছে তাকে খেলোয়াড় হিসেবে আইপিএলে একাধিক দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি চেন্নাই সুপার কিংস তাকে খাঁটি ব্যাটার হিসেবে দেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ী দলের অংশ ছিলেন তিনি ২০১৮ সালে আই পি এল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে। পার্থিব ২৫ টি টেস্ট ৩৮টি ওডিআই ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post