: নামে ফিফা ফ্রেন্ডলি। কিন্তু সোমবার রাতেই হায়দ্রাবাদের গাচ্চি বাউলি তে ভারত বনাম মালয়েশিয়ার ফুটবল ম্যাচটা রয়েছে অনেক অন্য গুরুত্ব। প্রথম গুরুত্ব- ৯ ডিসেম্বর এশিয়ান কাপের বাছাই পর্বে সূচি বিন্যাস। ফিফা র্যাঙ্কি্ ্ আপাতত ভারত আট ধাপ এগিয়ে থাকার সুবাদে থাকছে পট- ১এ ।আর মালয়েশিয়া পট -২ তে। ভারতের কোচ মানালো মার্কেস বলেছেন ,’এই ফ্রেন্ডলির পরে আমরা পরের বছর মার্চ মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলব। তার আগে এই পট -২ এর এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে বুঝে নিতে পারব, আমরা কতটা তৈরি। জয়ে ফিরতে মরিয়া আমরা ।এই ম্যাচের দ্বিতীয় গুরুত্ব কোচ মানোলোর হাত ধরে জয় ফেরা। ইউ আর স্ত্রী মাসের বদলে ভারতীয় টিমের কোচ হিসেবে আগের তিনটি ম্যাচে মানালো ড্রাগআউটে বসলেও কোন ম্যাচ জিততে পারেননি। দুটি ড্র একটিতে হেরেছেন ভিয়েতনামের বিরুদ্ধে আগের ম্যাচে ভারতের খেলায় উন্নতি হলেও তারা জয়ের মুখ দেখতে পাইনি। কোচ মানোলো বলেছেন,’আমরা আগের ম্যাচে উন্নতি করলেও জিততে পারিনি। আমাদের টিমের সব বিভাগে উন্নতি করতে হবে’। এক বছর জয়ের মুখ দেখেনি ভারতীয় ফুটবল টিম ।যার মধ্যে ১১ টি ম্যাচ খেলেছে গুডপ্রীত সিংরা। মানলো বলেছেন,’ দীর্ঘ সময় ভারত জয় পায়নি। তাই সোমবার জেতার জন্য আমরা মরিয়া ।প্রতিটা অনুশীলনে আমরা কতটা উন্নতি করেছি ,সেটাই আমরা দেখতে চাই এই ম্যাচে’। প্রায় দশ মাসের চোট সারিয়ে এই ম্যাচে ভারতীয় টিমে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। তার ফেরাটা টিমের পক্ষে ইতিবাচক হবে বলে মানেন মানালো। মালয়েশিয়া টিমের কোচ পাও মার্তিও স্প্যানিশ ।তার কোচিংয়ে এবার মারডে কা কাপ জিতেছে। ১৪ই নভেম্বর ব্যাংককে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে লাওসকে ৩-১ হারিয়ে তারা ভারতে এসেছে ।তাই জয়ের ফেরার লক্ষ্যে সন্দেশদের সামনে এখন বড় কাঁটা।
কথায় আছে না বোকা বন্ধুর থেকে, বুদ্ধিমান শত্রু ভালো। কারণ বোকা বন্ধু শুধু তোষামদ করে। আর বুদ্ধিমান শত্রুর থেকে অনেক...
Read more
Discussion about this post