রক্তাক্ত গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রিত। তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। এবার ‘পলাতক’ শেখ হাসিনাকে সরকারিভাবে ফেরৎ চাওয়ার বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। রবিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ তাঁর সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন। আর সেই ভাষণেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব।’ গত ১৫ বছরে বাংলাদেশে ঘটা সব অপকর্মের বিচার করবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন মহম্মদ ইউনূস। তিনি আরও বলেন, “শুধু হত্যাই নয়, গত ১৫ বছরে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছেন। আমরা একটি কমিশন তৈরি করেছি। কমিশনের দেওয়া বিবরণ অত্যন্ত মর্মান্তিক। জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে ১৯ হাজার ৯৩১ জন আহত হয়েছেন।” গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভ আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতে আশ্রয়ে রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ হাসিনাকে হত্যা সহ নানা অপরাধে অভিযুক্ত করে তাঁর বিচার শুরু করেছে বাংলাদেশ সরকার। এরইমধ্যে হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলকেও আর্জি জানিয়েছে ইউনূসের সরকার। কিন্তু ইন্টারপোল তা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে এদিন ইউনূস নিজে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে যে প্রতিক্রিয়া দিয়েছেন তা আন্তর্জাতিক রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। ভারত সেক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধু হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের হয়েছিল। সোমবার থেকে তাঁর বিচারপর্ব শুরু হচ্ছে। অপরদিকে, শেখ হাসিনা এখনও...
Read more
Discussion about this post