আইপিএল নিলাম এর আগে দেশ-বিদেশের সকল ক্রিকেটাররাই কমবেশি উত্তেজিত বোধ করেন। কয়েকদিন আগে নিজমুখে কথা স্বীকার করেছিলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ।নিজের ইউটিউব চ্যানেলে মক অকশন করেন তিনি। সেখানে নিজেই ছিলেন অকশনার। অশ্বিনের ওই ইউটিউব চ্যানেলে মক অকশনে একাধিক ক্রিকেটারকে নিয়ে লড়াই হয়েছে বেশ কয়েকটি দলের ।এবার সেখানেই ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণকে নিয়ে দড়ি টানাটানি হয়েছে বেশ কয়েকটি দলের ।সব শেষে মুম্বাই ইন্ডিয়ান্সে নয়, অন্য এক ইমে অশ্বিনের মত অ্যাকশনে থেকে গিয়েছেন ঈশান। আসলে মেগা নিলাম এ দুকোটি বেস প্রাইজ রেখেছেন ঈশান কিষাণ। অশ্বিনের ইউটিউব চ্যানেলে মক অপশন নিয়ম অনুযায়ী আইপিএল ফ্রাঞ্চাইজি গুলো ৫ এবং ১০ কোটি দিয়ে বিডিং শুরু করে ।প্রথমেই সেখানে চেন্নাই সুপার কিংস পাঁচ কোটি দিয়ে শুরু করে এরপর পাঞ্জাব কি সেখানে ঢুকে পড়ে। এরপর সি এস কে ফের ঈশানের জন্য বিট করে। এবার ১০ কোটি দর হাঁকেন তাঁর ।এরপরও লক্ষ্মৌ সুপার জয়েন্টস ১৪.৫ কোটিতে কিনে নেন ঈশান কিষানকে। অশ্বিন আয়োজিত্ত মক অকশন অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্সের ফেরা হচ্ছে না ঈশানের ।শুধু তাই নয়। মুম্বাইতে ২০২২ সালে মেগা নিলামে ১৫.২৫কোটি টাকা পেয়েছিলেন ঈশান ।সে দিক থেকে ওর লখনৌ তাঁকে যে দামে কিনেছে তাতে ঈশানের খানিক বেতনও কমেছে। এবার আসলে ঈশান কোন দলে ২৫ এর আইপিএল খেলবেন তা জানা যাবে ২৪ ও ২৫ শে নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হতে চলা মেগা নিলামে।
কথায় আছে না বোকা বন্ধুর থেকে, বুদ্ধিমান শত্রু ভালো। কারণ বোকা বন্ধু শুধু তোষামদ করে। আর বুদ্ধিমান শত্রুর থেকে অনেক...
Read more
Discussion about this post