সাম্প্রতিক সময় একেবারেই নিজের চেনা ছন্দ নেই বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে ফের নিজেকে প্রমাণ করার, নিজেকে নতুন করে পাওয়ার লড়াই কোহলির সামনে। অষ্ট্রেলিয়া বরাবরই পয়া বিরাটের কাছে। এবারেও পাঁচ রেকর্ড গড়ে অজিদের দম্ভ ভাঙার সুযোগ কোহলির সামনে। ১. অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকার ।মাস্টার ব্লাস্টারের ঝুড়িতে রয়েছে মোট ১৮০৯রান । বিরাট কোহলি অজিভূমে টেস্টে করেছেন ১৩৫২ রান ।৫ ম্যাচের সিরিজে কোহলি ৪৫৮ রান করে টপকে যাবেন শচীন কে।২. বিদেশি ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক হাবসের । ৯টি সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরাট কোহলির রয়েছে ৬টি সেঞ্চুরি। আর ৪টি সেঞ্চুরি করতে পারলেই শীর্ষে উঠে আসবেন বিরাট।৩. অস্ট্রেলিয়ার মাটিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিরাট কোহলির মোট রান ৩৪২৬ ।ভারতীয়দের মধ্যে কোহলিই সর্বোচ্চ ।সিরিজে ৫৭৪ রান করতে পারলেই প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট।।৪. সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ টি শতরান রয়েছে কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি ২০টি শতরান রয়েছে শচীনের ।আর ৪টি শতরান করলে শচীন কে ছুঁয়ে ফেলবেন কোহলি। শীর্ষে যেতে দরকার ৫টি শত রান।৫. বিশ্ব ক্রিকেটে সব ধরনের ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ১১০ টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকারের দখলে। বিরাট কোহলি আর তিনটি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।
কথায় আছে না বোকা বন্ধুর থেকে, বুদ্ধিমান শত্রু ভালো। কারণ বোকা বন্ধু শুধু তোষামদ করে। আর বুদ্ধিমান শত্রুর থেকে অনেক...
Read more
Discussion about this post