আমেরিকায় ইতিহাস গড়ে ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর ভোট গণনার সময় ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত হতেই নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠান ট্রাম্পকে। ট্রাম্প-মোদীর রসায়নের ফলে আগামীতে ভারত-মার্কিন সম্পর্ক আরও মধুর হতে পারে বলে আশা করছেন অনেকেই। এই আবহেই আমেরিকায় জারি হতে চলেছে জাতীয় জরুরি অবস্থা! লাখ লাখ মানুষকে দেশের বাইরে পাঠানোর বিরাট পরিকল্পনা। এরজন্য ব্যবহার করা হবে মার্কিন সেনাবাহিনীকে। সোশ্যাল মিডিয়া পোস্টে অন্তত তেমনটাই ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রশাসন দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছেন। এরজন্য মার্কিন সেনাকেও আসরে নামানো হবে। এরই মাঝে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না।নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি। ইউনূস বলেন, রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি এমনকি ট্রাম্পের বিষয়েও তার কোনো সমস্যা নেই। প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অতীতে তার কোনো যোগাযোগ ছিল না এবং উভয় দলেই তার বন্ধু রয়েছে।অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখবেন। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেন শীর্ষ পদে বহাল থাকবেন। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরোচিত সহিংসতার নিন্দা জানান, যারা বাংলাদেশে বিক্ষুব্ধ জনতার দ্বারা আক্রান্ত ও লুটপাটের শিকার হচ্ছে। বর্তমানে দ্বিতীয় দফায় ট্রাম্পের হোয়াইট হাউসে এক রকম পাকাপাকি হওয়ার পর তোলপাড় ফেলে দেয় আমেরিকার রক্ষণশীল দক্ষিণপন্থী থিঙ্কট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনের তৈরি করা ‘প্রজেক্ট ২০২৫’। সোজা কথায় প্রজেক্ট ২০২৫ হচ্ছে রক্ষণশীল রিপাবলিকানদের একটি প্রকল্প, যা আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে ক্ষমতার পালাবদল ও পরবর্তী রিপাবলিকান সরকারের করণীয় সম্পর্কিত একটি দিকনির্দেশনা। বলার অপেক্ষা রাখে না যে, এই প্রজেক্ট ২০২৫ রিপাবলিকান থিংক ট্যাঙ্কগুলোর একটি সমন্বিত প্ল্যাটফর্ম।
রাজ্যে শীতের শুরু অর্থাৎ ডিসেম্বর মাস মানেই পর্যটকরা ভীড় জমায় সমুদ্র সৈকত দীঘা ও মন্দারমণিতে। আর এই ভরা পর্যটন মরশুমের...
Read more
Discussion about this post