: ভারত কেন পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না এখনো সরকারিভাবে তা জানে না পাকিস্তান। এক সপ্তাহ আগেই ভারতের না যাওয়ার কারণ জানতে চেয়ে আই সি সি কে চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তার কোন উত্তর আসেনি। ১৯৯৬ সালের পর দেশের মাটিতে কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। যার নাম চ্যাম্পিয়নস ট্রফি। যা শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি থেকে। কিন্তু ভারতীয় বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না । যার পর চরম সংকট তৈরি হয়েছে টুর্নামেন্ট নিয়ে ।কারণ পাকিস্তান টুর্নামেন্টের একটা ম্যাচও দেশের বাইরে যেতে দেবে না ।যার পরপর পাক বোর্ড আইসিসির কাছে চিঠি দিয়ে জানতে চায় ভারতের পাকিস্তানের খেলতে না যেতে চাওয়ার কারণ ।কিন্তু তার উত্তর আসেনি ।তবে তারপরেও টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে আয়োজন করা নিয়ে আশাবাদী পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দরকারে ভারতীয় বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে চায় তারা। নাকভি বলেছেন, “এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দলই পাকিস্তানে খেলতে চায়। কেউ কোন সমস্যার কথা বলেনি আবারো বলছি ভারতের যদি কোন সমস্যা থেকে থাকে আমাদের সামনে বৈঠকে বসতে পারে আমরা সেই সব সমস্যা মিটিয়ে দেব ।আমার মনে হয় না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না আসার কারণ ভারতের রয়েছে বলে।,” এর পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্যুর নিয়ে আইসিসি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেন লাগবে খোঁচা দিয়ে বলেন,” আইসিসি কে নিজের বিশ্বাসযোগ্যতা নিজেকে প্রমাণ করতে হবে। তারা দুনিয়ার সব বোর্ডের নিয়ামক সংস্থা ।আর তাছাড়া পাক অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্যুরের সিডিউল বদলেছে, বাতিল হয়নি।”
গ্রীষ্মের মরসুমের টানা ৭টি টেস্ট জাতীয় দলের হয়ে মাঠে নামবেন প্যাট কামিংস ,জস্ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। পাকিস্তানের বিরুদ্ধে তিন...
Read more
Discussion about this post