বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রামের তিনটি শাখা থেকে ৩ হাজার ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। এস আলম গ্রুপ ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাদের তলব করা হয়েছে। চিঠিতে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাক্তাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসের নামে নেওয়া ঋণ পরিদর্শন ও পর্যবেক্ষণ মনিটরিং সংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুদকে হাজির হয়ে উত্তর দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম। এর আগে গত ৬ নভেম্বর ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের ২৩ কর্মকর্তা ও তিন জন ব্যবসায়ীকে দুদকে তলব করা হয়। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও এবিষয়ের অনুসন্ধান টিমের লিডার মো: ইয়াছির আরাফাত স্বাক্ষরিত তলবনামায় মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা ঋণের নামে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাত করার অভিযোগ করা হয়। এই অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য মো: ইয়াছির আরাফাতকে টিম লিডার করে তিন সদস্যের টিম গঠন করা হয়।
ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বাংলাদেশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলল সে দেশের অন্তবর্তী সরকার। যদিও ভারতের তরফে...
Read more
Discussion about this post