আগে ঘোষণা করেছিলেন যে তিনি আইপিএলে নিলামে উঠছেন না । স্টোকস, রুট ,উডদের দলে নাম লিখিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ইউ টার্ন! আগামী ২৪ও২৫ নভেম্বর সৌদি আরবের আইপিএলের নিলাম পর্ব রয়েছে। আর তার আগে আচমকাই নিলামের তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রে আর্চার । ইংল্যান্ডের ৩৭ জন ক্রিকেটার আসন্ন নিলামে নিজেদের নাম নথিভুক্ত করেছেন ।সেখানেই নবতম সংযোজন আর্চার।জেড্ডায় আয়োজিত দুদিন ব্যাপী নিলামে দশ ফ্রাইচাজির মধ্যে কারা আর্চর কে নেওয়ার জন্য ইচ্ছ প্রকাশ করে এখন সেটাই দেখার। নিলামে মোট ৫৭৪ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। চোট প্রবণতা বাড়ছে বলে দেশের জার্সিতে নিজে যাতে পরের মরসুমে ফিট হয়ে মাঠে নামতে পারেন তার জন্য সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছিলেন আইপিএল থেকে। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী আসন্ন নিলামে যারা অংশ নেবেন না তারা আগামী বছর মিনি নিলামে অংশ নিতে পারবেন না ।এর পরই হয়তো সিদ্ধান্ত বদল করেছে আর্চর। এদিকে আগেরবারের মতো এবারও আইপিএলের নিলামের সঞ্চালনার দায়িত্ব দেখা যাবে মল্লিকা সাগরকে মল্লিকা তার সঞ্চালনার কেরিয়ার প্রথম বার শুরু করেছিল ২০০১ সালে ।ফলে অভিজ্ঞতার যে পরিপূর্ণ তিনি তা বলা যায় । মল্লিকা ফিলাডেলফিয়া ব্রায়ন মাবর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তর পাস করেছিলেন। ২৩ বছরের পেশাদার জীবনের পর প্রথমবার আইপিএল মঞ্চে নিলামের সঞ্চালনা করেছেন । এবার ফের একবার নিলামের টেবিলে দেখা মিলবে এই লাস্যময়ী সুন্দরীর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post