বাবা বীরেন্দ্র সেহবাগের নাম ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ।এবার সেই ব্যাটিংয়ের ধারা বজায় রাখল ১৭ বছরের তরুণ আর্যবীর ।বাবার মতই মারকুটে ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি হাঁকাল সেওবাগের বড় ছেলে। কোচবিহার ট্রফিতে খেলতে নেমে মাত্র ২২৯ বলে ২০০ রান করে অপরাজিত রয়েছে জুনিয়র শেহবাগ । ট্রিপল সেঞ্চুরির দিকে এগোচ্ছে খুদে আর্যবীর । দিল্লির হয়ে কোচবিহার ট্রফিতে খেলতে নেমেছিল আর্যবীর। শিলংয়ে মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল দিল্লির। কোচবিহার ট্রফিতে খেলতে যাবার আগেই ছেলেকে নিজের দুটি ব্যাট দেন শেহবাগ ।তবে বাবার ব্যাট নিয়ে খেলতে নামেই তরুন আর্যবীর ।নিজের ব্যাট দিয়ে খেলেই মাত্র ২২৯ বলে ২০০ রান ৺হাকিয়েছে ।গোটা ইনিংসে মোট ৩৪টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি মেরেছেন । একেবারেই বাবার স্টাইলে ব্যাট করেন তিনি। একেবারে বাবার মত অন দ্য রাইজ শট ।কভার ড্রাইভ গুলোর রবি শাস্ত্রীর ভাষায় ট্রেসার বুলেট এর মতো। স্ট্যান্ড এন্ড ডেলিভার ব্যাটিং এর এই তত্ত্বই অনুসরণ করে জুনিয়র শে হবাগ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post