: টপ অর্ডারে ব্যর্থতা কিছুটা সামাল দিলেন লোয়ার অর্ডার ।তাতে অবশ্য ১৫০ রানেই অলআউট ভারত। এর মাঝে লোকেশ রাহুলের বিতর্কিত আউটের সিদ্ধান্ত রয়েছে ।অভিষেক টেস্ট খেলতে নামা মিডিয়াম পেসার অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি । লোকেশ রাহুল ,ঋষভ পন্হ এবং লোয়ার অর্ডার নীতিশের ইনিংস না হলে ভারত হয়তেও একশোর আশেপাশেও গুটিয়ে যেতে পারত। টপ অর্ডার হতাশার মধ্যেই লোয়ার অর্ডারে পজেটিভ ব্যাটিং প্রথম ইনিংসের প্রাপ্তি। এখন দায়িত্ব বুমরাদের বোলিং। দিনের শুরুতে বিরাট কোহলির থেকে ডেবিউ ক্যাপ পাওয়া। যেকোনো তরুণ ক্রিকেটারের কাছে স্বপ্নের মুহূর্ত। সদ্য ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নীতীশ কুমার রেড্ডির। নজর কেড়েছেন তবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট একেবারেই সহজ নয় ।ধৈর্যের পরীক্ষায় ফুল মার্কস পেলে নীতীশ কুমার রেড্ডি। টপ অর্ডারে ব্যর্থতার পর এসব ৪৮ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায়।ঋষভ পান্থ আউট হতেই বড় রানের আশা শেষ। বন্ধ ও নীতিশ জুটি আর কিছুটা সময় ক্রিজে থাকলে ২০০ প্লাস হতেই পারতো ভারতের আর কিছুটা সময় কি যে থাকবে ২০০ প্লাস করতে পারত। ক্যাপ্টেন বুমরার সঙ্গে ১৬ রানের পার্টনারশিপ নীতীশের। ফটো এই পার্টনারশিপ ও বড় প্রভাব রাখে। সঙ্গীর অভাবে ভুগছিল শেষ থেকে। নিজে যতটা সম্ভব রান তোলার চেষ্টা করেন ।ব্যক্তিগত ৪১ রানে কামিংসের শিকার নীতিশ ।তার সঙ্গে ভারতের ইনিংসও শেষ। ভারতের ইনিংসেূ নিয়েছে সর্বাধিক স্কুল নীতিশেরই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post