প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর ,সকলেই আশংকা করছিলেন নিউজিল্যান্ড সিরিজের কথা ভেবে। কিন্তু জশপ্রীত বুমরার নেতৃত্বে যেভাবে ভারত ঘুরে দাঁড়ালো এক কথায় অকল্পনীয় ।অসাধারণ বোলিং করে বুমরা পাঁচ উইকেট নেন ।জীবনের প্রথম টেস্ট খেলতে আসা হর্ষিত রানা পেলেন তিনটি উইকেট সঙ্গে মোঃ সিরাজের দুটি উইকেট । ১০৪ রানে ছিল অস্ট্রেলিয়া কে আটকে রেখে ভারত ৪৬ রানে প্রথম ইনিংসে এগিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার যশস্বী এবং কে এল রাহুল। প্রথম থেকেই সতর্ক খেলতে থাকে। শট সিলেকশনে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় অস্ট্রেলিয়ার বোলারদের কাছে বাধা হয়ে দাঁড়ায় এই দুই ব্যাটসম্যান। সতর্ক হয়ে দুজনেই বল বেছে খেলতে থাকে । দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ১৭২। যশস্বী জয়সওয়াল ৯০ এবং কে এল রাহুল ৬২ রানে অপরাজিত। যশস্বী ৭টি চার এবং দুটি ছয় এর সাহায্যেই রান করেন। কে এল রাহুল চারটি বাউন্ডারির সাহায্যে এই রান করেন। দ্বিতীয় দিনের খেলা শেষে একটাই কথা বলা যায় অ্যাডভান্টেজ ইন্ডিয়া
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post