টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যৌবনের দাপট ।সেই ধারণা ভেঙ্গে গিয়েছে ,বুড়ো ঘোড়াদের দাপটে। শুধু যদি আইপিএলের কথা ধরা হয় তাহলে দেখা যাবে ‘ ড্যাডিস আর্মি ‘নিয়ে সাফল্য পেয়েছে চেন্নাই সুপার কিংস ।আর প্রত্যেকটা দলেই এমন অনেক বয়স্ক ক্রিকেটার আছেন বা ছিলেন তারা অভিজ্ঞতার জোরে ম্যাচ জিতিয়ে নিয়ে যেতে পারেন। এবার আইপিএল অকশনে টানাটানি পড়তে পারি সেরকম কিছু প্লেয়ার কে নিয়ে। রবীচন্দ্রন অশ্বিন: আইপিএলের দুনিয়ায় বহু যুদ্ধের সৈনিক। চেন্নাই সুপার কিংস এর জার্সিতে যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। দীর্ঘদিন সেখানে খেলেছেন তারপর বিভিন্ন দলে খেলেছেন । ৩৮ বছর বয়সী তারকা স্পিনার বলে সঙ্গে ব্যাটটাও ভালো করেন। এবার তার বেস্ট প্রাইস ২ কোটি চেন্নাই সহ অনেক দলে নজরে থাকতে পারেন তিনি। জেমস অ্যান্ডার্সন: ৪২ বছরের বুড়ো ঘোড়া জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি বোলার এ বছর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ।তারপরে নাম লিখেছেন আই পি এল এর আসরে। এর আগে কখনোই তিনি আইপিএলে নিলাম অংশগ্রহণ করেননি। নিজের জন্য নূন্যতম মূল্য রেখেছেন ১ .২৫ কোটি। ফ্যাফ দুপ্লেসি: গতবারের বেঙ্গালুরু অধিনায়ক কে এবার দলে রাখা হয়নি। ৪০ বছর বয়সী তারকার ঝুলিতে আছে দুটি আইপিএল ট্রফি। দুটি জিতেছিলেন চেন্নাইয়ের জার্সিতে। বয়স হলেও ফিটনেসের মরচে ধরেনি। অনেক দল তার জন্য বিকল্প হতে পারেন ফ্যাফ। মোহাম্মদ নবি: সাম্প্রতিক অতীতে আইপিএলে আফগান ক্রিকেটার সাফল্যের চোখে পড়ার মতো। এর শুরুটা হয়েছিল ২০১৭ সালে মোহাম্মদ নবী আর রশিদ খানের হাত ধরে। নবীর বয়স এখন ৩৯ । স্পিন অস্ত্রের ঘায়েল করতে পারেন বিপক্ষকে। সারা বিশ্ব জুড়ে ক্রিকেট খেলেন। গত মরসুমে মুম্বাইয়ের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন । ডেভিড ওয়ার্নার: বয়স হয়েছে কিন্তু ব্যাটে আগুন নেভেনি এখনো ওপেনিং এ নেমে ম্যাচের রং বদলে দিতে পারেন ডেভিড ওয়ার্নার তিনবার আইপিএলের অরেঞ্জ কাপ জিতেছেন ২০১৬ আইপিএল জিতেছেন এবার আরবিসি পাঞ্জাবের মত দল টার্গেট করতে পারে ওয়ার্নার কে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post