আইপিএলের দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে আপাতত আর দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায় কে। টিমে ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকে সরানো হলো ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজনকে। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে কি তাহলে রাজধানীর আইপিএল ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক শেষ হয়ে গেল! আইপিএল ২০২৫ এর নিলামের আগেই যে খবরের সুনামি ভারতীয় ক্রিকেটে। মাস তিনেক আগেই পন্টিং দায়িত্ব ছেড়েছেন দিল্লি ক্যাপিটালসের। তিনি প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের দায়িত্ব নিয়েছেন। সাত বছর ঋষভ অক্ষরদের দায়িত্বে ছিলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি। কিন্তু খেতাব জেতাতে পারেননি। চলতি বছর রিকির দায়িত্বে দিল্লি শেষ করেছিল ৯ নম্বরে। রিকি পন্টিং এর জায়গায় দিল্লির নতুন কোচ হয়েছেন হেমাঙ্গ বাদানি। সৌরভের’ ডিরেক্টর অফ ক্রিকেট’ পদ দেয়া হলো বেনুগোপাল রাওয়ের কাঁধে। সৌরভ এখন আর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটার ক্রিকেট নন। তাহলে তাকে কোন ভূমিকায় পাওয়া যাবে? সৌরভ চাইলে কিন্তু ২০২৫ সালে যে কোন আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগ দিতে পারেন। কারন ২০১৭ অপারেশনের দায়িত্ব নেবেন। সৌরভের বিষয়ে তার বন্ধুর স্থানীয় পার্থ জিন্দাল বিবৃতি দিয়েছেন,” আমাদের কাছে তিনি প্রথমে পরিবার এবং তারপর ক্রিকেটের আইকন। দাদা এখন ডিরেক্টর হিসাবে জেএসডব্লিউ স্পোর্টস এর ক্রিকেটের সমস্ত বিষয়ের পৌরহিত্য করবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post