জোরদার হচ্ছে নিরাপত্তা। নবান্ন থেকে নজরদারি চালানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলার উপর নতুন করে ব্যবস্থা নিচ্ছে নবান্ন। নবান্নের পাশেই তৈরি হচ্ছে বিশেষ মনিটারিং রুম। রাজ্যের যে কোনও জায়গার সিসিটিভি ফুটেজ দেখা যাবে ওই ঘর থেকে। ওই ঘর থেকেই নিরাপত্তার বিষয়ে নজরদারি চালানো হবে। সেই ঘর খুলে দেওয়া হবে ২০২৬ সালের বিধানসভার ভোটের আগেই। বিশেষ কক্ষ থেকেই চলবে কড়া নজরদারি।
বিভিন্ন সময় রাজ্যের যে কোনও দুর্ঘটনায় প্রমাণ হিসাবে সিসটিভি ফুটেজ দেখে পুলিস। অন্যদিকে কোনও গোলমাল বা ঝামেলার ঘটনাতেও সিটিটিভি অত্যন্ত গুরত্বপূর্ণ। এইবার সরাসরি মনিটারিং হবে নবান্নের পাশের ওই বিশেষ কক্ষ থেকে। এই বিষয়ে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমারের তত্ত্বাবধানে এই মনিটারিং রুম তৈরির কাজ শুরু হচ্ছে।
জানা যাচ্ছে, মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপের পরিকল্পনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যওপাধ্যায়। পাশাপাশি এই কাজ করতে গেলে বেশ কিছু বাধা রয়েছে। যেমন, অনেক গ্রামীণ এলাকায় সিসি ক্যামেরা নেই। আবার অনেক রাস্তাঘাটে সিসি ক্যামেরা খারাপ হয়ে পড়ে রয়েছে। সেক্ষেত্রে সেগুলি চিহ্নিত করে সারানোর কাজ করবে। তারপরই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সিস্টেম চালু করা হবে। মনে করা হচ্ছে, এই পদক্ষেপে রাজ্যে অপ্রীতিকর ঘটনা অনেকটাই কমবে।
Discussion about this post