বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়। বঙ্গে শুরু হয়েছে পারদ পতন। আলিপুর আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত এর অভিমুখ তামিলনাড়ু উপকূলে। ওই অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি বঙ্গে না পড়লেও হালকা প্রভাব লক্ষ্য করা যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে। ফলে আপাতত শীতের আমেজে কিছুটা বাধা পেতে পারে । নভেম্বরের শেষ কটা দিনে উপকূল ও সংলগ্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা আপাতত কম। সপ্তাহান্তে হালকা বৃষ্টিতে ভিজবে উপকূলের চার জেলা।
শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷
উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা দাপট থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদহ জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘন কুয়াশার পূর্বাভাস নেই কোনও জেলায়।
আজ সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া মিলবে। নভেম্বরের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে।কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে নভেম্বরের শেষে।
Discussion about this post