জুনিয়র এশীয় কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে৫-৩ গোলে হারিয়ে মাস্কেটে এই জয় পেল ভারতের ছেলেরা। এই নিয়ে টানা তিনবার এ ট্রফিজিতে হ্যাটট্রিক করলে ভারত। মোট পাঁচবার এই ট্রফি জিতল ভারত। বুধবার এই জয়ের ফলে ভারতের ছেলেরা পরের বছর জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল। ভারতের এদিনের জয়ের নায়ক অরিজিত সিং হুন্ডাল। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তিনি চারটি গোল করেন । দুটি গোল করেন পেনাল্টি কর্নার থেকে। দলের ওপর পল্টি করেন দিনরাজ সিং একসময় ম্যাচটা ৩৩ হয়ে যাওয়ায় উত্তেজনা চড়েমে উঠে। পরে অরিজিৎ পরপর দুটি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। এই টুর্নামেন্টে ভারত শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে। সব ম্যাচেই জিতেছে বড় ব্যবধানে ।হকি ইন্ডিয়ার কর্তারা মনে করছেন এই টিম থেকে দ্রুত কয়েকজন সিনিয়র টিমের জায়গা করে নেবেন । এদিকে কোচিং করতে এসেই সফল পিআর শ্রীজেস ।কয়েক সপ্তাহ আগে তাঁর কোচিংয়ে সুলতান জোহর কাপে ব্রোঞ্জ পেয়েছিল ভারতের জুনিয়র টিম। আর এদিন জুনিয়ারাই এশীয় সেরা হল শ্রীজেসের কোচিংয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post