: শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত ।বৈভব সূর্যবংশীর দাপটে ৭ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া ।টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারানোর পর টানা তিন ম্যাচ জিতল মহম্দদ আমনরা। ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু শুরুতেই ধাক্কা খায় তারা। একমাত্র লড়াই চালায় লাকভিন আবিসিংহে ,১১০ বলে ৬৯ রান করে সে। শানমুগানাথন ৭৮ বলে ৪২ রান করে। শ্রীলংকার ইনিংস থেমে যায় মাত্র ১৭৩ রানে। যুধাজিৎ একটি ,আয়ুষ দুটি এবং চেতন শর্মা তিনটি উইকেট পায়। আয়ুষ মাত্রা ও বৈভব সূর্যবংশী ওপেনিং দুটি প্রয়োজনীয় রানের অর্ধেক উঠে যায় ২৮ বলে ৩৪ রান করে আউট হয় আয়ুষ ।আন্দ্রে সিদ্ধান্ত ২৭ বলে করে ২২ রান ।কিন্তু একদিক থেকে ধ্বংসযজ্ঞ চালায় বৈভব। ১৩ বছর বয়সী ক্রিকেটারকে আইপিএল নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। এটার প্রমাণ দিল বৈভব ।৫টি ছক্কার সঙ্গে ৬টি চার ও মারে সে ।শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৭ রানে থামে তার ইনিংস। ২১.৪ ওভারের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।অন্য দিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চলে গেল বাংলাদেশ । অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে এশিয়া সেরা হওয়ার লড়াই ৮ই ডিসেম্বর।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post