ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনবাস কাটিয়ে যেন আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন শেখ মুজিবর কন্যা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের দল আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে গত রবিবার দেন শেখ হাসিনা। গত ৮ ডিসেম্বর, লন্ডনে আয়োজিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন হাসিনা। সেখানেই আওয়ামী লীগের কর্মী সমর্থদের প্রতি বার্তা দেন শেখ হাসিনা। সূত্রের খবর আগামী দিনে বাংলাদেশে কোন পথে চলবে আওয়ামী লীগ দল, সেই নিয়েও কথা বক্তব্য রাখেন হাসিনা। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার রূপরেখাও গড়ে দেন তিনি। এমনকি দলের আগামী কর্মসূচি নিয়েও বার্তা দেন তিনি। এর আগে ইউরোপের দুটি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি।এসব বক্তব্য দেয়ার মাধ্যমে শেখ হাসিনা ‘রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন’ বলে মনে করছে বিএনপি। মূলত, গত পাঁচই অগাস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে। কিন্তু ওইসব ফাঁস হওয়া কল রেকর্ডগুলোকে বাদ দিলে শেখ হাসিনা এবার জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? প্রসঙ্গত, সম্প্রতি আরও দুটি আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনা। ইউরোপের দেশেই ছিল সেই সব কর্মসূচী। গত সপ্তাহে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ বলেও চিহ্নিত করেন তিনি। তারপরেই হাসিনার কন্ঠরোধ করতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাসিনার মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ উল্লেখ করে সমাজমাধ্যম এবং গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে খানিকটা ‘ব্যাকফুটে’ রয়েছে ইউনূস সরকার। বিশেষ করে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ইউনূস সরকারের উপর ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি সেই সুযোগকে কাজে লাগিয়েই আরও একবার পদ্মাপাড়ের রাজনীতির ময়দানে নিজের জমি শক্ত করতে চাইছেন হাসিনা।
বাংলাদেশ, ভারতের এই প্রতিবেশী দেশের যে কোনও গণতান্ত্রিক সরকারের স্থায়িত্ব বরাবরই ভঙ্গুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা...
Read more
Discussion about this post