দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম্যাচে তারা জিতল ৭ উইকেটে। বলে জেন সিলস,ব্যাটে ব্রেন্ডন কিং জেতালেন ক্যারিবিয়ানদের ।গতবছর একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে দল গোছানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ তার প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে। রবিবার যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই মঙ্গলবার খেলা হয়েছে। ।তবে প্রথম পাওয়ার প্লে তে ৩ উইকেট নিয়ে সিলস বাংলাদেশের ব্যাটিং মেরুদন্ড ভেঙে দেন। পরের দিকে এসে ক্রিজে জমে যাওয়া ব্যাটার মাহমুদুল্লাহকে ফেরান। ৯ ওভারে ২২ রানে চার উইকেট নিয়েছেন তিনি ।২২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ । রান তারা করতে কোন অসুবিধা হয়নি ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কিং এবং এভিন লিউইস ২১ ওভারেই ১০৯ রান তুলে দেন। লিউইস ৪৯ ফেরার পর কেসি কার্টির ৪৫ সঙ্গে দুটি বাঁধেন কিং। তিনি ৮২ রান করেছেন। শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ কে জিতিয়ে দেন অধিনায়ক শে হোপ অপরাজিত১৭ এবং শেরফানে রাদারফোর্ড অপরিচিত ২৪। ম্যাচের পর ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, বোলাররা আবার আমাদের জেতাল। এই ভাবেই প্রতিটা ম্যাচে উন্নতি করতে করতে এগিয়ে যেতে হবে আমাদের ।ঘরের মাঠে এতদিন জিততে পারছিলাম না এবার ৩-০ করার চেষ্টা করব।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post