আইপিএলের ইতিহাসে যে কজন বিদেশি ওপেনিং ব্যাটসম্যান ভারতবর্ষে খেলেছেন, তাদেরকে মধ্যে অন্যতম প্রধান হলেন ডেভিড ওয়ার্নার। ৩৮ বছর বয়সী এই ওপেনার জন্মেছিলেন ১৯৮৬ সালের ২৭ শে অক্টোবর। ২০১১ সালে পয়লা ডিসেম্বর জীবনের প্রথম টেস্ট খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু টি-টোয়েন্টিতে দেশের হয়ে প্রথম খেলেন ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আইপিএলের অন্যতম শ্রেষ্ঠ ওপেনার এবং ২০১৫,২০১৭এবং২০১৯ এর আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ডেভিড ওয়ার্নার আইপিএল খেলা শুরু করেন ২০০৯ সালে। ২০১৫ সালে ডেবিড ওয়ার্নার আইপিএলে ৫৬২ রান করেছিলেন ।২০১৭ সালে তিনি করেছিলেন ৬৪১ রান । তৃতীয়বার তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী হন এবং অরেঞ্জ কাপের অধিকারী হন ২০১৯ সালে। সে বছর তিনি করেছিলেন ৬৯২ রান। ডেভিড ওয়ার্নার ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন ২০২১ সাল থেকে । আইপিএলের ডেভিড ওয়ার্নার মোট ১৮৪ টি ম্যাচ খেলেছেন তার মধ্যে ২২ বার নট আউট ছিলেন। আইপিএলে তার সর্বোচ্চ রান ১২৬। এদের তিনি মোট ৪৬৯৭টি বল খেলেছেন এবং তার স্ট্রাইক রেট ১৪৯.৭৭। আইপিএলের ডেভিড ওনার চারটি সেঞ্চুরি করেছেন এবং ৬২টি অর্ধশত রান করেছেন। ১৮৪টি ম্যাচ খেলে তিনি ৬৬৩ টি চার মেরেছেন এবং ২৩৬ টি ৬ মেরেছেন। আইপিএল ক্যারিয়ারে ডেভিড ওয়ার্নার ক্যাচ রয়েছেন ৮৬টি । তিনবার আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও তিনি সবচেয়ে বেশি রান করেছিলেন ২০১৬ সালে ৮৪৮ রান। কিন্তু সেবার তিনি রান সংগ্রহকারী দিক থেকে দ্বিতীয় স্থানে ছিলেন। ডেভিড ওয়ার্নার শুধুমাত্র আইপিএলের একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যানই নয় তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে আইপিএল জয়লাভ করেছিলেন। ফাইনালে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে হারিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি তার দলকে জয় এনে দিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়ে আইপিএলের এই অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান কে ২০২৫ এর আইপিএলে আর দেখতে পাওয়া যাবে না। কারণ এবারের আইপিএলের নিলামে ডেভিড ওয়ার্নার অবিক্রিত থেকে গেছেন। ইতিমধ্যেই জাতীয় দল থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। আগামী দিনে অন্য অন্য কোন ফ্রাঞ্চাইজের লিগে তাঁকে দেখা গেলেও যেতে পারে।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post