পালাবদলের বাংলাদেশ এ বার পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হল। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম থেকে পাক বন্দর শহর করাচিতে সরাসরি জাহাজ চলাচলে উদ্যোগী হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার পাকিস্তানের করাচির জাহাজ নোঙর করল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। এর মাধ্যমে এবার বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সরাসরি জলপথে যোগাযোগ তৈরি হল। কার্যত অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই প্রধান মুহম্মদ ইউনুস বার বারই চেষ্টা করছেন যাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা আরও একটু ঠিকঠাক করা যায়। তারই কি অন্যতম ধাপ এটা? পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে কি এবার বাংলাদেশ ৭১এর যুদ্ধের স্মৃতি ভুলে পাকিস্তানের হাত ধরতে চাইছে? এমনটা হলেও খুব আশ্চর্যজনক কিছু হবে না বলেই মনে করছেন অনেকে। কারণ বাংলাদেশে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলে মানতে নারাজ। ওই স্বীকৃতি কেড়ে নিতে বুধবারই বাংলাদেশ হাইকোর্টে জোর সওয়াল করেন দেশটির প্রধান আইন আধিকারিক তথা অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই নতুন রুটকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। বাণিজ্যের পথকে শক্তিশালী করার ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। দুপক্ষের বাণিজ্যের প্রসার, ছোট ব্যবসায়ীদের ও আমদানীকারীদের সুযোগ বৃ্দ্ধি হবে। জানিয়েছেন তিনি। পানামার পতাকাবাহী জাহাজটির নাম উয়ান জিয়াং ফা ঝান। করাচি থেকে আসা এ জাহাজে ৩৭০ একক কনটেইনার পণ্য ছিল। জাহাজটি এরই মধ্যে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। গতকাল ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। এ যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।’ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ‘সরাসরি শিপিং রুটটির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে। এ অঞ্চলে আরো সমন্বিত ও বাণিজ্যিক নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি বড় পদক্ষেপ।’ প্রসঙ্গত, প্রবল বিক্ষোভের জেরে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তার আগে প্রবল অশান্তি তৈরি হয়েছিল বাংলাদেশে। শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর সেখানে তৈরি হয় নতুন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের মাথায় বসেছেন মহম্মদ ইউনুস। এবার তার সময়কালেই বাংলাদেশের বন্দরে এল পাকিস্তানের জাহাজ।
গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়ন খুবই মধুর হতে শুরু করেছে। প্রায় ৫০...
Read more
Discussion about this post