: কোথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু ,তর্কে বহুদূর। সেই পথে হাঁটল গুগলও ।সৌজন্যে যশপ্রীত বুমরা । গাব্বা টেস্টের মাঝে নিজের পরিসংখ্যান গুগল করে দেখতে বলেছিল ভারতীয় তারকা। এবার গুগল তাঁর সেই ভরসার মর্যাদা রাখল ।বাহবা দিলেন গুগলের সিইও সুন্দর পিচাইও। গাব্বায় বুমরাহ বল হাতে তুলে নিয়েছিলেন ছটি উইকেট। তারপর ব্যাট হাতেও বাঁচিয়েছেন ফলো অন । সঙ্গে ছিলেন বাংলার আকাশদীপ।। চতুর্থ দিনের শেষে বুমরাহ অপরাজিত ছিলেন ১০রানে। আকাশদীপের সঙ্গে জুটি বেঁধে মাটি কামড়ে ভারতকে ফলো অনের লজ্জা থেকে বাঁচিয়েছেন ।তারপরে গুগল ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেল এ লিখেছে “আমি শুধু জাসসি ভাইকে ভরসা করি” বুমরাহ ও আকাশদীপের প্রশংসা করে গুগলের সিইও সুন্দর পিচাই লিখেছেন, আমিও গুগল করলাম ।যে কামিংসকে হুক করে ছক্কা হাঁকায় সে নিশ্চয়ই ব্যাট করতে জানে।” গাব্বার তৃতীয় দিনে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর সাংবাদিক সম্মেলনে প্রশ্ন উঠেছিল ওমরার ব্যাটিং দক্ষতা নিয়ে সরাসরি নয় কিন্তু যেভাবে প্রশ্নটা এসেছিল তাতে মনে হয়েছিল বুমরাহ আর ব্যাটিংয়ের কি বোঝেন? ভারতের ব্যাটিং নিয়ে কথা বলার তিনি যোগ্য লোকই নন। উত্তর দিয়েছিলেন ভারতের পেসার বলেছিলেন, “যদি আমার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠে তাহলে বলব গুগল করে দেখুন সেখানে গিয়ে দেখুন টেস্টে একবারে সবচেয়ে বেশি রানের রেকর্ড কার নামে আছে?”। ২০২২ সালে বার্নিং হ্যামে স্টুয়ার্ট বরের এক ওভারে ৩৪ রাধা তুলেছিলেন ভোমরা হোক তিনটি ছয়ের পাশাপাশি হাটিয়েছিলেন তিনটি চারো টেস্টে এক ওভারে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড ঠান্ডা মাথায় সেটার কথা মনে পড়িয়ে দিয়ে উপযুক্ত জবাব দিলেন তোমরা গাব্বাতেও ভারতের পরোয়ান বাঁচাবেন শুধু ভারতের ক্রিকেট ভক্তরা নয়। ভরসা করে গুগলও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post