বাংলাদেশের শিয়োরে সংক্রান্তি! সীমান্তের নিকটবর্তী মায়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখল করলো আরকান আর্মি। এই ওয়েস্টার্ন কমান্ডের সদর দফতর বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন প্রদেশে অবস্থিত। তাই এই পরিস্থিতিতে চাপে পড়ছে বাংলাদেশ তা বলাই যায়।
একটি বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই রাখাইন প্রদেশে পুরো ওয়েস্টার্ন মিলিটারির সদর দফতর দখল করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন সহ একাধিক সেনা অফিসারকে আরকান আর্মি গ্রেফতার করেছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে জেনারেল কেয়ো কেয়োকে। সেইসঙ্গে মিলিটারি কাউন্সিলের যে জওয়ানরা পালিয়ে গিয়েছেন, তাঁদের ধরার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও পুরো ওয়েস্টার্ন রিজিয়ন মিলিটারি হেডকোয়ার্টার হাতে থাকায় মায়ানমার সেনার বিরুদ্ধে লড়াই আগামীদিনে আরও সহজ হবে। তবে এই তথ্য সামনে আসতেই এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই সীমান্ত এলাকায় সতর্কতাও বাড়ানো হয়েছে। নাফ নদীর পূর্বদিকে মায়ানমার অবস্থিত। টেকনাফ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সীমান্তে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী এবং বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। এখনও স্থলপথে ও জলপথে নজরদারি চলছে ।
উল্লেখ্য গত কয়েক সপ্তাহে মায়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাগাতার গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে । বাংলাদেশের সংবাদমাধ্যম গুলির রিপোর্ট অনুযায়ী, গত বুধবার রাতেও কিছুসময় বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন প্রান্ত থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এই বিষয়টি নিয়ে টেকনাফ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, বিস্ফোরণের বিষয়টা বুধবারের আগে ন’দিন টেকনাফ থেকে মুছে গিয়েছিলো। কিন্তু বুধবার রাতে ঘণ্টাখানেক ফের তা মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই পরিস্থিতিতে নতুন করে স্থানীয়
বাসিন্দাদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে দিন কাটছে, রাতের ঘুম উড়েছে বলে দাবি করা হয় টেকনাফ প্রশাসনের তরফে।
প্রসঙ্গত, মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কিছুদিন আগেই মায়ানমারে মংডু এলাকা দখল করেছে। এর ফলে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আগে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জোড়ালো হয়েছে। সম্প্রতি মায়ানমারে আরও একটি এলাকা চলে গেছে আরাকান আর্মির দখলে। ফলে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা দখল হওয়ায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের সমস্যা বাড়তে পারে।
Discussion about this post