শীত উধাও হয়ে বৃষ্টি শুরু হয়েছিল গতসপ্তাহ জুড়ে। গত কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের আমেজ নেই। রয়েছে মনোরম আবহাওয়া। ভোরের দিকে প্রায় সমস্ত জেলাতেই কুয়াশা রয়েছে। বেলা বাড়লেই উধাও হচ্ছে শীতের দাপট । চলতি বছর কি আর কনকনে শীতের দেখা মিলবে? বড়দিনেই বা কতটা শীত পাওয়া যাবে? এই প্রশ্ন গুলিই ঘুরছে শীতবিলাসী মানুষের মনে।
আগামী শুক্রবার আরও একটি পশিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে আবারও বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। এর জেরে বছর শেষেও কনকনে ঠান্ডার আমেজ ফেরার সম্ভাবনা কম।
আজ থেকে আপাতত আগামী চার দিন রাজ্যে সেভাবে ঠান্ডার দেখা মিলবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর মাঝে রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোথাও সতর্কতা জারি হয়নি।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ঘন কুয়াশার কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই তিন জেলায় দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে।
কলকাতায় সকালে হালকা কুয়াশা-ধোঁয়াশা এবং পরে আংশিক মেঘলা আকাশ। আগামী চার দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়।
আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। অর্থাৎ বড়দিনে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯৫ শতাংশ।
Discussion about this post