অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট জমে উঠেছে মাঠে এবং মাঠের বাইরে। এবার মাঠের বাইরে খেলতে নেমেছে অস্ট্রেলিয় সংবাদ মাধ্যম, তবে অস্ট্রেলিয়ায় ভারতের জন্য এটা নতুন নয়। অস্ট্রেলিয়া বরাবর এটা চেষ্টা করে এসেছে যে, যে কোন ভাবে ভারতীয় ক্রিকেটারদের মনসংযোগ বিচ্ছিন্ন করা। আর এর জন্য তার বিভিন্ন সময় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে থাকেন। এবার বিতর্ক তৈরী করার জন্য অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম উঠে পড়ে লেগেছে, ভারতীয় ক্রিকেটারদের উপরে। রবীন্দ্র জাডেজা, আকাশ দীপ,এমন কি ছাড় পেলেন না বিরাট কোহলিও।এবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের নিশানায় ভারতীয় ব্যাটার। তাদের অভিযোগ, বিমানবন্দরে এক মহিলা সাংবাদিককে ধমক দিয়েছেন কোহলি। একের পর এক এই ধরনের অভিযোগে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে মাঠের বাইরের উত্তাপ বেড়েই চলেছে।চতুর্থ টেস্ট খেলতে গত বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছেছে ভারতীয় দল। স্ত্রী অনুষ্কা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসেন বিরাট কোহলি। তখন এক মহিলা সাংবাদিক কোহলির সন্তানদের ভিডিয়ো করার চেষ্টা করেন। তা বুঝতে পেরে কোহলি তখন ঐ সাংবাদিকের সঙ্গে কথা বলেন। সন্তানদের ভিডিয়ো মুছে দেওয়ার অনুরোধ করেন। কোহলি এটাও জানান, ওই সাংবাদিক চাইলে তাঁর ছবি নিতে পারেন। তখনকার মত ঘটনা মিটে গেলেও, পরে এই ঘটনা নিয়ে মুখ খোলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। কয়েক জন সাংবাদিকের অভিযোগ, অস্ট্রেলিয়ার বিমানবন্দরে কারও ছবি তোলায় নিষেধাজ্ঞা নেই। প্রধানমন্ত্রী গেলেও অনেকে তাঁর ছবি তোলেন। কোহলি ক্রিকেটের এত বড় তারকা। তাই তাঁর ছবি তোলার চেষ্টা কেউ করতেই পারেন। কিন্তু অভিযোগ কোহলি ওই মহিলা সাংবাদিককে ধমক দিয়েছেন। শুধু ওই সংবাদিককে নয়, তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যানদেরও ধমক দিয়েছেন কোহলি। ওই সাংবাদিকদের অভিযোগ, কোহলির ধমক খেয়ে ভয় পেয়ে যান ওই মহিলা সাংবাদিক। কোনও রকমে সেখান থেকে পালিয়ে যান তিনি।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোহলির বিরুদ্ধে অভিযোগ করলেও সেই মহিলা সাংবাদিক বা বিমানবন্দরে থাকা অন্য কেউ কোনও অভিযোগ করেননি। কোহলির ওই সাংবাদিককে ধমক দেওয়ার কোনও ছবি বা ভিডিয়োও বাইরে আসেনি। সেই কারণেই হয়তো অসি সংবাদমাধ্যমের অভিযোগের পাল্টা কোনও জবাব ভারতীয় দল বা কোহলি দেননি।শুধু কোহলি নন, জাডেজা ও আকাশ দীপকেও একই ধরনের অভিযোগের সামনে পড়তে হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের অভিযোগ, সাংবাদিক বৈঠকে ইংরেজিতে কোনও প্রশ্নের জবাব দেননি জাডেজা। তার জবাবে ভারতীয় শিবির থেকে জানানো হয়, ভারতীয় সাংবাদিকদের জন্যই সেই বৈঠক ছিল। তাই জাডেজা হিন্দিতেই কথা বলেছেন। মেলবোর্ন টেস্টের আগে সাংবাদিকদের সামনে কথা বলতে এসেছিলেন আকাশ দীপও। তার পরেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দাবি করে, ইচ্ছা করেই আকাশ দীপকে পাঠানো হয়েছে। কারণ, তিনি ইংরেজিতে কথা বলতে পারেন না। তিনি অস্ট্রেলিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে গিয়েছেন বলেও অভিযোগ করা হয়।এই অভিযোগের পর পাল্টা মুখ খোলে ভারতের সংবাদমাধ্যম। তাদের দাবি, মোটেই অস্ট্রেলিয়ার সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাননি আকাশ দীপ। উল্টে তাঁরা যে সব প্রশ্ন করেছেন তাঁর জবাব আকাশ দীপ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। ইচ্ছা করে ভারতীয় ক্রিকেটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এই কাজ করছে বলে অভিযোগ ভারতীয় সংবাদমাধ্যমের। তার পরেও বিতর্ক থামছে না।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post