নতুন ইনিংস শুরু করলেন পিভি সিন্ধু।বিয়ে করলেন দুইবারের অলিম্পিক্স পদক জয়ী ব্যাডমিন্টন তারকা ।রবিবার রাজস্থানের উদয়পুরের প্রাসাদে হল বিয়ে। উপস্থিত ছিলেন ১৫০ জন অতিথি। রীতি মেনে চার হাত এক হল সিন্ধু ও দত্ত বেঙ্কঠ সাইয়ের। ১৫ ডিসেম্বর বাগদান ছেড়েছিলেন সিন্ধু ও ভেঙ্কট। তার ঠিক সাত দিন পর হল বিয়ে ।উদয়পুরে একুশ একর জমির ওপর অবস্থিত প্রাসাদে রবিবার রাত ঠিক ১১ টা ২০ মিনিটে বিয়ে শেষ হয় সিন্ধুর। রাজস্থানের সংস্কৃতি মেনে সাজানো হয়েছিল বিবাহ বাসর। সিন্ধু ও ভেঙ্কটের পরনে ছিল ডিজাইনার পোশাক। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে হয় বিয়ে। ও সিন্ধু ও ভেঙ্কটের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা নির্দিষ্ট রেখেছিলেন ।পরিবার, পরিজন ,বন্ধু মিলিয়ে মোট ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা নিজেরা গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন সিন্ধু। অতিথিদের জন্য ১০০ টি রুম ভাড়া নেয়া হয়েছিল ।কারা এসেছিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট জানা না গেলেও তাঁদের শুভেচ্ছা জানাতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী রাজেন্দ্র সিং শেখাওয়াতকে। ২৪ শে ডিসেম্বর মঙ্গলবার হায়দ্রাবাদে হবে তাদের রিসেপশন ।সেখানেও খেলা ও বিনোদন জগতের অনেক তারকার উপস্থিত থাকার কথা। কিন্তু যাকে বিয়ে করছেন সেই বেঙ্কট অবশ্য খেলোয়াড় নন একটি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা। তিনি ফাউন্ডেশন অফ লিবারেল এন্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে ডিপ্লোমা করেছেন। তারপরে ২০১৮ সালে ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন তিনি। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে এমবিএ করেছেন। তারপরে কাজ শুরু করেছেন তথ্য প্রযুক্তি সংস্থায়। খেলোয়ার না হলেও খেলার দুনিয়ার সঙ্গে যোগ রয়েছে ভেঙ্কটের। তিনি কয়েক বছর জেএসডব্লিউ সংস্হার সঙ্গে কাজ করেছেন ।সেখানে পরামর্শদাতার ভূমিকায় ছিলেন তিনি ।এই জেএসডব্লিউ গোষ্ঠী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক । ভেঙ্কটের প্রোফাইলে লেখা রয়েছে আইপিএল দল পরিচালনার জন্য যে দক্ষতা লাগে তার সামনে তার বিবিএ ডিগ্রী ফিকে পড়ে যায়। আইপিএলের দলের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে বলে জানিয়েছেন বেঙ্কট।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post