এবছর উষ্ণতম বড়দিন। বেলা বাড়লে আরও কমবে শীতলতা। বড়দিনে পাহাড়ে হালকা বৃষ্টি, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ৩ জেলাতেও হালকা বৃষ্টি পেতে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। সকাল থেকেই আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার ফের নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই এই বছর।
সুস্পষ্ট নিম্নচাপ খুব ধীরে শক্তি হারাবে। এই মুহূর্তে এর অভিমুখ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক। সর্বশেষ উপগ্রহ চিত্র অনুয়ায়ী এটি অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরো একটি ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়।
আজ বড়দিনে দক্ষিণবঙ্গ কোথাও কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশও দেখা যাবে। উপকূল ও সংলগ্ন তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ বড়দিনে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামী ৪-৫ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা সকালের দিকে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
আজ বড়দিন, দার্জিলিং এর পার্বত্য কিছু এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের আর কোন জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার সতর্কবার্তা পাঁচ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও। দৃশ্যমানতা বেশীরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।
কলকাতায় সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা আরো একটু বাড়ল। আগামী ৪ দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়।
কলকাতায় রাতের তাপমাত্রা ১৭.৩ থেকে প্রায় ১ ডিগ্রি বেড়ে ১৮.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ থেকে বেড়ে ২৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৪ শতাংশ।
Discussion about this post