: গত বছর চেন্নাই সুপার কিংসের ছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু আইপিএল এর মাঝপথেই দেশে ফিরে যান তিনি ।এবার আর তাকে ধরে রাখেনি চেন্নাই । আইপিএলের নিলামে অবিক্রিত থেকেছেন তিনি। দল না পেয়ে পাকিস্তান সুপার লিগের নাম লিখেছেন বাঁ হাতি পেসার। মহেন্দ্র সিং ধোনীদের দলের ক্রিকেটার খেলতে চান পাকিস্তানের লিগে। আইপিএলের সময় পাকিস্তানের সুপার লিগ হবে। তাই আইপিএলে খেলা ক্রিকেটারদের যে পাওয়া যাবে না। জানা গিয়েছে আইপিএলের যে ক্রিকেটাররা দল পাননি সেই বিদেশীদের নিতে চাইছে পাকিস্তানের দলগুলি। সেই তালিকাতেই রয়েছেন মুস্তাফিজুর ।যদি এবার তাকে কোন দল কেনে তাহলে সাত বছর পরে আবার পাকিস্তানের লিগে খেলতে দেখা যাবে তাঁকে। ২০১৮ সালে শেষবার এইলিগে খেলেছিলেন তিনি। লাহোড়ের কলন্দর্লের হয়ে পাঁচটি ম্যাচে ৪টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর। ওভার প্রতি ৬.৪৩ রান করে দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের আইপিএলে প্রথম সুযোগ পান মুস্তাফিজুর। তাকে কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। এ বছর ১৬ টি ম্যাচের ১৭ উইকেট নেন তিনি। হায়দ্রাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়। অথচ পরের দুই বছরের মধ্যে এক এবং সাতটি ম্যাচ খেলেন মুস্তাফিজুর। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবশ্য ধারাবাহিকভাবে খেলেছেন বাংলাদেশের পেসার ।এই চার বছর আইপিএলে ৫৭ টি ম্যাচে ৬২ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে ২৬৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩৮ উইকেট নিয়েছেন তিনি। পুরনো বলে কাটার প্রধান অস্ত্র ।শুধু মুস্তাফিজুর নন এবারের আইপিএলের দল না পাওয়া ডেভিড উইলি,জেসন রয় ,জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার , স্টিভ স্মিথ ,ওসমান খোয়াজা রাও নাম লিখিয়েছেন পাকিস্তান সুপার লিগের ড্রাফটে । এখন দেখার তাঁদের মধ্যে কাদের কেনে সেখানকার দলগুলি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...
Read more
Discussion about this post