নতুন বছরের শুরুতেই আইএসএলে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান । ১১ই জানুয়ারি সেই ডার্বির আগেই মাহিদ তালালের পরিবর্তে নতুন বিদেশি সই করিয়ে ফেলবে ইস্টবেঙ্গল ।বছরের শেষ ম্যাচে নামার আগে সমর্থকদের আশ্বস্ত করলেন খোদ লাল হলুদ কোচ অস্কার ব্রুজো । সঙ্গে জানিয়েছেন দিলেন ডার্বিতে পাওয়া যেতে পারে স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোকেও। ওড়িশা এফ সি ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট পেয়ে মরশুম শেষ হয়ে গিয়েছে তালালের। ইতিমধ্যেই তার বদলি নেওয়ার কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল ।শোনা যাচ্ছে আইএসএলে খেলে যাওয়া এক্স প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে কথা বলেছি টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে অস্কারের বক্তব্য,” পরের সপ্তাহেই তালালের পরিবর্তের নাম ঘোষণা হয়ে যাবে আশা করছি। সেই পরিবর্তন আমার কোন প্রাক্তন ছাত্র হতে পারে। আবার অন্য কোন ফুটবলার হতে পারে।” ডার্বির কথা মাথায় রেখেই দ্রুত ওই বিদেশিকে দলের সঙ্গে জুড়ে দিতে চাইছে লাল হলুদ। একই সঙ্গে ক্রেসপোকে নিয়ে অস্কার বলেন,” আশা করছি মোহনবাগান বা এফ সি গোয়া ম্যাচে ও ফিরবে। চোট সারাতে আপাতত স্পেনে রয়েছেন এই মিডফিল্ডার। জানুয়ারির শুরুতে কলকাতায় ফেরার কথা। তবে বছরের শেষেও চোট আর কার্ড সমস্যা এড়াতে পারছে না ইস্টবেঙ্গল ।চোটের জন্য আপাতত বাইরে রাইট ব্যাক মোহাম্মদ রাকিপ ।শনিবার তাঁদের ছাড়াই হায়দ্রাবাদ এফ সির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। যদিও দলের ভারতীয় স্কোয়াডের উপর ভরসা রাখছেন কোচ অস্কার। অবশ্য সমস্যা সত্বেও বছরের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কোন ভাবনা নেই কোচ অস্কারের ।আসলে জানুয়ারিতে লীগের অন্যতম সেরা চার ক্লাবের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। আর সেই লড়াইয়ের রসদ হায়দ্রাবাদ কে হারিয়ে গুছিয়ে নেওয়াই লক্ষ্য তাদের ।অস্কারের কথায়,” হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতলে আমরা লিগে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করব। তাছাড়া জানুয়ারিতে আমাদের বেশ কয়েকটা কঠিন ম্যাচ খেলতে হবে। মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হব। তার আগে শনিবার পুরো পয়েন্ট পেলে একটা ভালো আবাহে বছরটা শেষ করতে পারব। সঙ্গে টেবিলে টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করা যাবে।” তবে হায়দ্রাবাদের বিরুদ্ধে নতুন করে ডিফেন্স সাজাতে হবে অস্কারকে। হেক্টর না থাকায় আনোয়ার আলী ডিফেন্সে ফিরবেন । মাঝ মাঠে শুরু থেকে খেলবেন জিক্সন সিং। বৃহস্পতিবার অনুশীলনের প্রভাত লাকড়া ও নিশু কুমারকে দেখে নিয়েছেন নিয়েছেন অস্কার ।তবে এদিন কাফ মাসলে টেপ বে৺ধে প্র্যাকটিস করলেন পিভি বিষ্ণু।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...
Read more
Discussion about this post