২০২৪ সালের ৫ জুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই মহাকাশ যাত্রী। বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মাত্র ৮ দিনের জন্য একটি বিশেষ কাজে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আন্তর্জাতিক স্পেসস্টেশনেই প্রায় ৩০০ দিন বন্দি থাকতে হলো তাঁদের। দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর ২৮৬ দিন মহাকাশ কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা ও তাঁর বুচ। মার্কিন ধনকুবের তথা স্টারলিংকের মালিক ইলন মাস্কের সংস্থার তৈরি মহাকাশযানে চেপে সুনীতা ও তাঁর সহযাত্রী সফল ভাবে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডার উপকূলে অবতরণ করেন। ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ তাঁরা পৃথিবীকে ফেরেন। মহাকাশ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তনের পুরো প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে নাসার পক্ষ থেকে।
মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করেন সুনীতা ও বুচ। বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডার উপকূলে অবতরণ করে তাঁদের স্পেস ক্যাপসুলটি। অবতরণের পরেই মার্কিন নৌ-বাহিনীর বিশেষ উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করে এবং হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। বলে রাখা ভালো সুনীতা এবং বুচের সঙ্গে ছিলেন নাসার আরও এক মহাকাশচারী নিক হগ এবং রাশিয়ার মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ। তাঁরাও পৃথিবীতে ফিরলেন নির্বিঘ্নে।
মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে ৩০০ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকতে হলেও খাবার নিয়ে সমস্যা হয়নি সুনীতাদের। ব্রেকফাস্টে গুঁড়ো দুধ, পিৎজা, রোস্টেড চিকেন, শ্রিম্প ককটেল, টুনা মাছ মেনুতে ছিল সবই। তবে শাক-সব্জি পাওয়া কঠিন, প্রতি তিন মাসে একবারই মহাকাশে তাজা খাবার পাঠানো হয়, সেগুলি প্যাকেজিং করে সংরক্ষণ করা হয়। ফলে শুকনো ফল ও সব্জিই খেতে হয়েছে। পৃথিবী থেকে রান্না করে প্যাকেটজাত করে পাঠানো হয় মাছ-মাংস মহাকাশে ফুড ওয়ার্মার ব্যবহার করে খাবার গরম করেন তারা। স্পেস স্টেশনে ৫৩০ গ্যালনের বিশাল ট্যাঙ্ক রয়েছে জল সংরক্ষণের জন্য। সংরক্ষণ করা জল দিয়েই খাবার প্রস্তুত করেন মহাকাশচারীরা।
পৃথিবীতে ফিরে এলেও মহাকাশচারীরা এখনই দেখা করতে পারবেন না নিজের পরিবারের সঙ্গে। কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে তাঁদের। সেই সঙ্গে চলবে শারীরিক পরীক্ষা নিরীক্ষাও। এরপরেই দেখা করার অনুমতি মিলবে পরিবারের সঙ্গে। ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়াম্সের জন্য আজ গর্বিত ১৪০ কোটি ভারতবাসীও।
Discussion about this post