এসএফআই, এআইএসএফ, এআইএস, বিপিএসইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সুদীপ্ত গুপ্তের শাহাদত দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে কেন্দ্রীয় মিছিল। কলেজস্ট্রিট ও শিয়ালদহ থেকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল পর্যন্ত দুটি মিছিল সংঘটিত করা হয়েছে।
১২ বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শহীদ হওয়া সুদীপ্ত গুপ্তের মৃত্যু সঠিক কারণ বা তদন্ত করতে পারেনি রাজ্য সরকার। ২০১৩ সালে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর পর থেকে প্রতি বছর ২রা এপ্রিল তিনটি শহীদ দিবস হিসেবে পালন করেন এস এফ আই। আজ কলকাতার কলেজ স্ট্রিট ও শিয়ালদহ থেকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল পর্যন্ত দুটি মিছিল সংঘটিত করে এসএফআই। মিছিল থেকে দাবি ওঠে শিক্ষাক্ষেত্রের নৈরাজ্য ও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ত্রিমাত্রিক সুলভ মনোভাব বন্ধ করতে হবে। রাজ্যের সরকারি স্কুল গুলি পুনর্জীবিত করতে উদ্যোগী হতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বাড়াতে হবে বরাদ্দ এরকম একাধিক আজকের প্রতিবাদী শহীদ মিছিল। পাশাপাশি ২০১৭ সাল থেকে বন্ধ হয়ে থাকা ছাত্র সংসদ নির্বাচন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে সংগঠিত করার দাবিও জানায় এসএফআই নেতৃত্ব।
এস এফ আই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায় বলেন, কমরেড রেজা শেখের মুক্তির দাবি, সেই সাথে কমরেড সুদীপ্ত গুপ্তের শাহাদত দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে আজকের এই কর্মসূচি।
সদ্য চাকরি হারারা পুণরায় বহালের দাবীতে আন্দোলন শুরু করেছে রাজ্য জুড়ে। যোগ্য চাকরিহারাদের পুণরায় বহালের দাবিতে ঘাটালে পোস্টার লাগালো বিজেপি।...
Read more
Discussion about this post