পাখির চোখ ২০২৬, বিধানসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী, প্রত্যেকেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে। তবে এখনও বঙ্গ বিজেপির পক্ষ থেকে নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয়নি। এদিকে অনেকে চাইছেন, শমীক ভট্টাচার্যই হোক বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি। তাতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সৌজন্যে বিজেপি বাঁচাও মঞ্চ। আর এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচনা তুঙ্গে। তবে কি এইবার আদি কার্যকর্তা শমীক ভট্টাচার্যই হতে চলেছেন, পদ্ম শিবিরের নয়া মুখ?
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কালনা পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে পোস্টারে পোস্টারে ছয়লাপ। সেই পোস্টারে লেখা, পদ্ম শিবিরের রাজ্য সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্যকে চায়। একমাত্র তিনি রাজ্য সভাপতি হলে, শাসকের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। নিচে লেখা, সৌজন্যে বিজেপি বাঁচাও মঞ্চ। আর এই ঘটনায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। পোস্টার কাণ্ডে একে অপরকে দুষতে শুরু করেছে। এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছে, বঙ্গ বিজেপির বিজেপি বাঁচাও মঞ্চ বলে কিছু নেই। ফলে দলের তরফে কাকে রাজ্য সভাপতি করা হবে, সেটা একান্ত দলের ব্যাপার। এদিকে তৃণমূল নেতৃত্ব কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দলের দিকে। বিজেপির কে রাজ্য সভাপতি হবেন কে হবেন না, সেটা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তৃণমূলের।
তৃণমূল বিজেপির কটাক্ষ পাল্টা কটাক্ষের মাঝেই উঠে আসছে প্রশ্ন। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরিবর্তে কার নাম ঘোষণা করবে বিজেপি? নাকি সুকান্ত মজুমদারই পদে বহাল থাকবেন? সেটা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে।
প্রসঙ্গত, ২০২৪ এ লোকসভা নির্বাচনে বাংলাতে বিজেপির ভরাডুবি হয়েছে। এমনকি ২০২১ এ বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল তারা। কিন্তু শেষমেশ বঙ্গে আশানুরূপ ফল করেনি গেরুয়া শিবির। কাজেই পরবর্তী বিধানসভা নির্বাচনে আগে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বদলের প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরবর্তী রাজ্য সভাপতি ঘোষণা করাই হলেও বিজেপির এখন বড় চ্যালেঞ্জ। এদিকে ২০২৬-এ বিধানসভা নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। সামনেই রামনবমী। এবারের রামনবমী উদযাপনে বিজেপি তরফ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় জেলায় যাতে পালন করা হয়, সেই প্রস্তুতির জোরদার করা হচ্ছে। পাশাপাশি এর মধ্য দিয়ে নির্বাচনের দামামা যে বেজে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তৃণমূলের তরফেও নির্বাচনের প্রস্তুতি লক্ষণীয়।
Discussion about this post