সম্প্রতি মার্কিন বাণিজ্য নীতি ঢেলে সাজানোর জন্য বিভিন্ন দেশের উপর চড়া হারে শুল্ক আরপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে, মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করার প্রসঙ্গে বিদ্রূপ করেন। এমনকি তিনি বিশ্ব নেতাদের মরিয়া সুরের অনুকরণ করেন বলে সূত্রের খবর।
ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটিতে বক্তৃতা দেওয়ার সময়, ডোনাল্ড ট্রাম্প নিজেকে কংগ্রেসের চেয়ে একজন ভালো আলোচক বলে দাবি করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট শুল্ক-ক্ষতিগ্রস্ত দেশগুলিকে উপহাস করে বলেছেন, তার সাথে আলোচনার করার সময় তারা যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। পাশাপাশি বেশ কিছু অকথ্য মন্তব্য করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বললেন, “আমি আপনাকে বলছি- এই দেশগুলি আমাদের ডাকছে, তারা একটি চুক্তি করার জন্য মরিয়া। তারা বলছেনদয়া করে স্যার একটি চুক্তি করুন, চুক্তি করার জন্য আমরা প্রস্তুত। এই মন্তব্য গুলির সঙ্গে তুমি একটি অতীব অকথ্য শব্দ ব্যবহার করেন।বিশ্লেষকরা বলছেন যা বিশ্বের কোন রাষ্ট্র নেতাকে এর আগে কখনো করতে দেখা যায়নি। আর সেই অকথ্য মন্তব্য ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছে।
তিনি আরও বলেন, যদিও কিছু ‘বিদ্রোহী’ রিপাবলিকান যুক্তি দেন যে কংগ্রেসকে একটি চুক্তি করার অনুমতি দিতে হবে, কিন্তু তিনি মনে করেন যে যদি তা হতো, তাহলে চীনের উপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হতো না।
ট্রাম্প আরও বলেন যে কংগ্রেসের আলোচনা আমেরিকাকে বিক্রি করে দেবে।এছাড়া ফার্মার উপর শুল্ক আরোপ করা হবে কারন আমেরিকা নিজস্ব ফার্মা ওষুধ তৈরি করে না; এগুলি অন্য দেশে তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে একই প্যাকেটের দাম ১০ মার্কিন ডলার বা তার বেশি। ফার্মার উপর এমনভাবে শুল্ক আরোপ করা হবে যাতে কোম্পানিগুলি খুব শীঘ্রই আমেরিকার কাছে ছুটে আসবে বলে জানান ট্রাম্প। অর্থাৎ শীঘ্রই ওষুধ খাতে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা করবেন তিনি তারই স্পষ্ট বার্তা দিলেন।
Discussion about this post