মালা পরানোর নামে ঠাটিয়ে চড়, এরপর সারা মুখে কালি ছিটিয়ে চরম হেনস্থা করা হল উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারকে। শুক্রবার সন্ধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে প্রচার করছিলেন কানহাইয়া। দিল্লির করতার নগর এলাকায় স্থানীয় আম আমদি পার্টির কাউন্সিলর ছায়া গৌরব শর্মার সঙ্গে দেখা করে একটি বৈঠক করেন তিনি। সেখান থেকে বের হতেই বেশ কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। এরপরই ফুলের মালা পড়ানোর নামে তাঁকে কেউ ঠাটিয়ে চড় মারেন। প্রায় ৮-১০ মিলে চড়াও হয়ে তাঁর মুখে, গায়ে কালি ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় প্রথমে হকচকিয়ে যান কংগ্রেস প্রার্থী। ঘটনার সময় কানহাইয়ার সঙ্গেই ছিলেন জোট-সঙ্গী আম আদমি পার্টির কাউন্সিলর ছায়া গৌরব শর্মা।
প্রসঙ্গত, বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের হয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন কনহাইয়া। তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিও ছিলেন। সেই থেকেই তাঁর রাজনৈতিক উত্থান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কানহাইয়া সিপিআইয়ের টিকিটে বিহারের বেগুসরাই থেকে ভোটে লড়েন। তবে সেবার হেরে যান। এরপর বাম রাজনীতি ছেড়ে তিনি যোগ দেন কংগ্রেসে। এবার লোকসভায় তিনি উত্তর-পুর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী। তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী মনোজ তিওয়ারি। শুক্রবার কে বা কারা কানহাইয়ার উপর হামলা চালাচেন তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তবে কংগ্রেস এবং আম আদমি পার্টির তরফে দাবি, এই হামলার পিছনে বিজেপির ইন্ধন রয়েছে। কানহাইয়ার ওপর হামলা ও কালি ছিটোনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করতে পারেনি নিউজ বর্তমান)। ওই ভিডিওতে হামলাকারীদের বলতে শোনা গিয়েছে, “কানহাইয়া কুমার দেশ ভাগের স্লোগান দিয়েছেন। ভারতীয় সেনাকে অপমান করেছেন। তার প্রতিশোধ নিতেই কংগ্রেস নেতার উপরে হামলা চালানো হয়েছে”। তবে এই ঘটনা নিয়ে আপ কাউন্সিলর ছায়া গৌরব শর্মা দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
VIDEO | Lok Sabha Elections 2024: Congress candidate from North East Delhi, Kanhaiya Kumar was attacked by unidentified men earlier today.#LSPolls2024WithPTI #LokSabhaElections2024
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/X6Z1S0FXje
— Press Trust of India (@PTI_News) May 17, 2024
Discussion about this post